জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রথম রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। মঙ্গলবার (৪ মার্চ) সকাল ৮টায় দলটির নেতাকর্মীরা ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন দলটির নেতারা।
এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেন, ‘আমরা সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছি। শুধু সরকার পরিবর্তন করে প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয়। নতুন প্রজাতন্ত্র গড়ার জন্য গণপরিষদ নির্বাচন এবং নতুন সংবিধান প্রয়োজন। নাগরিক পার্টি মুক্তিযুদ্ধসহ সব গণতান্ত্রিক আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে।’
সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘দেশের মানুষের সমর্থনই আমাদের শক্তি।’
এরপর সকাল ১০টায় রায়েরবাজার বধ্যভূমিতে গিয়ে ২০২৪ সালের অভ্যুত্থানে শহীদ হওয়া ছাত্র-জনতার কবর জিয়ারত ও দোয়া করার কথা রয়েছে।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এক বিশাল সমাবেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি।
এমএ//