মেট্রোরেলে নিরাপত্তা আরও জোরদার করতে এখন থেকে প্রতি ট্রেনের (৬টি কোচ) অভ্যন্তরে দুজন করে এমআরটি পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন। পাশাপাশি স্টেশনগুলোতে পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তাকর্মীও দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার (০৪ মার্চ) থেকে এটি কার্যকর করা হবে বলে জানিয়েছেন এমআরটি (ম্যাস র্যাপিড ট্রানজিট) পুলিশের পরিদর্শক (অপারেশন) সুজিত কুমার গোমস্তা।
তিনি আরও বলেন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, মালামাল হারানো গেলে দ্রুত উদ্ধার, চুরি-ছিনতাই প্রতিরোধ, যাত্রীদের মধ্যে বাগ্বিতণ্ডা নিয়ন্ত্রণসহ যেকোনো সমস্যা সমাধানে এমআরটি পুলিশ তৎপর থাকবে।
জানা গেছে, প্রতি ট্রেনের ছয়টি কোচে মোট দুজন এমআরটি পুলিশ সদস্য টহল দেবেন। বর্তমানে চলমান ১০টি ট্রেনে মোট ২০ জন সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। তারা দুই শিফটে কাজ করবেন- সকাল থেকে দুপুর এবং দুপুর থেকে রাত পর্যন্ত।
এছাড়া স্টেশনগুলোতেও পূর্বের মতোই এমআরটি পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন।
এমআরটি পুলিশের জনবল আরও বাড়ানো হলে এবং একটি পূর্ণাঙ্গ স্বতন্ত্র ইউনিট প্রতিষ্ঠা করা হলে সেবার মান আরও উন্নত হবে বলে মন্তব্য করেন পরিদর্শক সুজিত কুমার গোমস্তা।
প্রসঙ্গত, ২০২৩ সালের নভেম্বর থেকে মেট্রোরেল ও স্টেশনের সার্বিক নিরাপত্তার জন্য এমআরটি পুলিশ কাজ শুরু করে।
এসি//