‘বেবি জন’ সিনেমার ব্যর্থতার পর নতুন পরিকল্পনা করছেন পরিচালক অ্যাটলি কুমার। ছবির প্রচারের সময় তিনি বলেছিলেন, বলিউড সুপারস্টার সালমান খানের সাথে কাজ করার কথা ভাবছেন। কিন্তু এখন শোনা যাচ্ছে, সালমানকে না নিয়ে দক্ষিণী তারকা আল্লু অর্জুনকে নিচ্ছেন তিনি। খুব শিগগিরই আল্লুকে নিয়ে নতুন ছবির শুটিং শুরু হবে।

অনেকেই মনে করছেন, ‘বেবি জন’ ফ্লপ হওয়ার পর অ্যাটলি আর কোনো ঝুঁকি নিতে চাইছেন না। সাম্প্রতিক সময়ে সালমান খানের বেশ কয়েকটি সিনেমা ভালো ব্যবসা করেনি, তাই তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অ্যাটলি এখন এমন একজন নায়ককে নিতে চান, যিনি বক্স অফিসে নিশ্চিত সাফল্য এনে দিতে পারেন। আর তাই এই মুহূর্তে আল্লু অর্জুনকে সবচেয়ে উপযুক্ত মনে করছেন তিনি।

প্রথমে অ্যাটলি চেয়েছিলেন, সালমান খান ও রজনীকান্তকে একসাথে নিয়ে বড় বাজেটের সিনেমা বানাতে। কিন্তু এখন সালমানকে বাদ দেওয়ায় রজনীকান্তের জায়গায় অন্য অভিনেতাকে খুঁজছেন তিনি।
বিভিন্ন গণমাধ্যম থেকে জানা গেছে, এই ছবির জন্য আল্লু অর্জুন প্রশিক্ষণ নিয়েছেন।
অনেকেই ভেবেছিলেন, ‘পুষ্পা ২’-এর সাফল্যের পর আল্লু ছুটিতে বিদেশে পাড়ি জমিয়েছেন। কিন্তু আসলে তিনি অভিনয়ের জন্য নতুন কিছু শিখতেই এই প্রশিক্ষণ নিচ্ছিলেন। তার ঘনিষ্ঠ বন্ধু ও ‘থান্ডেল’ ছবির পরিচালক বান্নি ভাস জানিয়েছেন, আল্লু সুযোগ পেলেই অভিনয় ও অ্যাকশন নিয়ে নতুন কিছু শিখতে পছন্দ করেন।
ছবিটি প্রযোজনা করছে ‘সান পিকচার্স’। যার বাজেট প্রায় ৬০০ কোটি টাকা (বাংলাদেশি মুদ্রায়)। এই ছবিটি মূলত অ্যাকশনধর্মী এবং পুনর্জন্মের গল্পের ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে। এতে তিনজন নায়িকা থাকবেন, যার মধ্যে একজন হতে পারেন বলিউড তারকা জাহ্নবী কাপুর।

বর্তমানে ছবির প্রস্তুতির জন্য কাজ চলছে। শুটিং শুরু হবে এ বছরের মাঝামাঝি সময়ে এবং এটি মুক্তি পাবে আগামী বছর। তবে এখনো ছবির কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
অন্যদিকে সালমান খান ভক্তদের জন্য সুখবর হলো, আগামী ২৮ মার্চ তার নতুন সিনেমা ‘সিকান্দার’ মুক্তি পাচ্ছে। এই সিনেমায় তার সাথে জুটি বেঁধেছেন দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। এছাড়া ছবিতে আরও অভিনয় করেছেন কাজল আগারওয়াল, প্রতীক বব্বর, শরমন যোশি ও সত্যরাজ।
এখন ভাবনার বিষয় হলো সালমানের ‘সিকান্দার’ এবং অ্যাটলির নতুন সিনেমায় আল্লু অর্জুন কতটা বাজিমাত করতে পারেন এবং বক্স অফিসে কেমন সাড়া ফেলে।
এসকে//