জাতীয়

আজ পালিত হচ্ছে জাতীয় পাট দিবস

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

আজ বৃহস্পতিবার (৬ মার্চ) পালিত হচ্ছে জাতীয় পাট দিবসপাটের সাথে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সম্পর্কের কথা স্মরণ করে ২০১৬ সাল থেকে এই দিনে প্রতি বছর দিবসটি পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। ২০১৭ সাল থেকে জাতীয়ভাবে নানা আয়োজনে এই দিনটি উদযাপিত হয়ে আসছে 

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের তথ্যমতে, পলিথিনের ব্যবহার বৃদ্ধি হলেও বর্তমান বিশ্বে পরিবেশবান্ধব পাট এবং পাটজাত পণ্যের চাহিদা দিন দিন বেড়েই চলছে, যা টেকসই উন্নয়নকে সহায়তা করছে। পাটচাষি, পাট উৎপাদনকারী ব্যবসায়ী এবং পাটজাত পণ্যের ব্যবহারকারীদের সম্পৃক্ত করে দিনটি উদযাপন করা হয়, যাতে পাটজাত পণ্যের বাজার প্রসারও ঘটে

এ বছর ৫ দিনের বহুমুখী পাটপণ্য মেলা এবং ১৫ দিনের তাঁতবস্ত্র মেলা জাতীয় পাট দিবস উপলক্ষে আয়োজন করা হয়েছে। তেজগাঁওয়ের মনিপুরিপাড়ায় অবস্থিত জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) সম্মেলন কক্ষে মেলার উদ্বোধন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন

তাছড়াও জাতীয় পাট দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানেও বেশ কিছু কর্মসূচি গ্রহণ করছে মন্ত্রণালয়

 

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন পাট দিবস | বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের | তাঁতবস্ত্র মেলা