দেশজুড়ে

বরিশালে চলন্ত বাসে আগুন

বায়ান্ন প্রতিবেদন

ঢাকা-বরিশাল সড়কে চলাচলকারী ভলবো গ্রিন লাইন পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (০৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা থেকে বরিশালগামী গ্রিন লাইন বাসে যান্ত্রিক ত্রুটির কারণে উজিরপুর উপজেলার বামরাইল এলাকায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

গ্রিন লাইন পরিবহনের বরিশাল ডিপো ম্যানেজার আনিসুর রহমান বলেন, ঢাকা থেকে যাত্রী নিয়ে বরিশাল আসার সময় উজিরপুরে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে সব যাত্রী ও বাসের স্টাফরা নিরাপদে রয়েছেন।

স্থানীয়দের উদ্ধৃত্তি দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে রাস্তা দিয়ে হাঁটার সময় তিনি গ্রিন লাইন পরিবহনের বাসে আগুন দেখতে পান। এরপর দ্রুত ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রনি জানান, চলন্ত বাসে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এরই মধ্যে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন ভলবো গ্রিন লাইন | আগুন