পুরো পিএসজি বনাম আলিসন বেকার। খেলা না দেখে কেউ যদি শুধু স্কোর দেখেন তাহলে এই ম্যাচে পিএসজির দুর্দান্ত পার্ফম্যান্সের গল্পটা তার অজানা থাকবে। ফরাসি ক্লাবটির পার্ফরম্যান্সের গল্প চাপা পড়েছে এক আলিসনের কাছেই।
এই ব্রাজিলিয়ান গোলরক্ষক একের পর এক গোল যদি আটকে না দিতেন তাহলে হয়তো প্রথমাররধেই হেরে যেতে লিভারপুল। আলিসন পিএসজির বিপক্ষে সব মিলিয়ে বাঁচিয়েছেন ৯ গোল। যা চ্যাম্পিয়নস লিগে কোনো লিভারপুল গোলরক্ষকের সর্বোচ্চ। পাশাপাশি ক্লাবের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে কোনো ব্রাজিলিয়ান গোলরক্ষকেরও সর্বোচ্চ।
প্যারিসের মাঠে লিভারপুল যে একমাত্র গোলটি পেয়ে ম্যাচে জয় তুলে নিয়েছে সেটিও এসেছে আলিসনের বাড়ানো লং পাস থেকেই।
ম্যাচের ৮৭ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে আলিসনের বাড়ানো লং বল প্রথমে পেয়ে যান ডারুইন নুনিয়েজ। বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সের দিকে ছুটতে থেকে হার্ভে এলিয়টের দিকে পাস পাড়ান এই উরুগুয়েন ফরোয়ার্ড। পিএসজি গোলক্ষকের হাতে লেগে বল চলে যায় জালে।
এই গোলেই প্রথম লেগে ১-০ গোলে এগিয়ে থাকালো লিভারপুল।