জাতীয়

১৫ রোজা রাত থেকে স্পিডবোট ও বাল্কহেড চলাচল বন্ধের নির্দেশ

ছবি: সংগৃহীত

আসছে ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে নৌপথে জলযানসমূহ সুষ্ঠুভাবে নিশ্চিতকরণের লক্ষ্যে ১৫ রোজা থেকে রাতে স্পিডবোট ও বাল্কহেড চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (৬ মার্চ) সচিবালয়ে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে জলযানসমূহ সুষ্ঠুভাবে চলাচল, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণসহ যথাযথ কর্মপন্থা গ্রহণের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা শেষে  ব্রিফিংয়ে এ নির্দেশনা দেন তিনি।

নৌযানে নির্ধারিত ভাড়ার বেশি নিলে শুধু জরিমানা নয়, সেই লঞ্চের রুট পারমিটও স্থগিত করা হবে বলে জানিয়েছেন সাখাওয়াত হোসেন।

তিনি আরও বলেন, র‍্যাব, নৌপুলিশ, কোস্টগার্ড অহেতুক কোনো লঞ্চে উঠে তল্লাশি করলে মালিকরা অভিযোগ দেবেন, ব্যবস্থা নেয়া হবে।

এছাড়া জনগণের দুর্দশা যেন না হয় সেই নির্দেশ দেয়া হয়েছে এবং ঈদযাত্রায় লঞ্চে অতিরিক্ত যাত্রীবহন না করতে আহ্বান জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা | ড. এম সাখাওয়াত হোসেন | ঈদ-উল-ফিতর