ওডিআই ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। বুধবার (৫ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এই ঘোষণা দেন তিনি। আজ, বৃহস্পতিবার (৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে মুশফিকের অবসর নিয়ে নিজের অভিব্যক্তি জানিয়েছেন তার স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডি।
কিফায়াত মন্ডির ইংরেজিতে লেখা পোস্টটি অনুবাদ করে দেওয়া হলো, ‘আলহামদুলিল্লাহ, ওয়ানডে থেকে তোমার অবসরে আমি গর্বিত এবং তৃপ্ত প্রিয়তম। তোমার দুর্দান্ত একটা ওয়ানডে ক্যারিয়ার ছিল। নিজের প্রতি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত তোমাকে কঠোর পরিশ্রম করতে দেখেছি, ভাঙা পাঁজর নিয়ে এবং গুরুত্বপূর্ণ ম্যাচের আগে একসঙ্গে ২০টা পেইনকিলার নিয়েও খেলতে দেখেছি! তুমি কখনো নিজের জন্য খেলনি, বরং দল ও দেশপ্রেমের জন্যই খেলেছ! এমন একজন সৎ মানুষকে পাওয়াটা আশীর্বাদ, যিনি অযু না করে কখনোই তার ব্যাট ও বল স্পর্শ করতেন না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ...। তুমি একজন পরিবারকেন্দ্রিক মানুষ, আমাদের বাচ্চারা তোমাকে খুব পছন্দ করে, আমি চাই শাহরোজ তোমার সব ভালো গুণ পাক এবং তোমাকেই জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করুক।’
মুশফিকের স্ত্রী আরও লিখেছেন, ‘আমি জানি এটা কঠিন সিদ্ধান্ত ছিল, ইনশাআল্লাহ তোমার জন্য নতুন একটা উজ্বল অধ্যায় অপেক্ষা করছে! তুমি আমাদের জন্য আজ পর্যন্ত যা করেছ তাতে আমাদের পরিবার তোমাকে নিয়ে পরিপূর্ণভাবে তৃপ্ত এবং এটাই যথেষ্ট। গোটা পৃথিবী যত খুশি নেতিবাচক কথাবার্তা বলুক...। পরিশেষে আমি বিশ্বের উদ্দেশ্যে বলতে চাই, দয়া করে এমন পর্যায়ে সমালোচনা করবেন না যে, কাউকে আপনার জন্য প্রার্থনার আসনে বসে কাঁদতে হয়। আমরাও মানুষ।’
চ্যাম্পিয়নস ট্রফিতে দলে ছিলেন মুশফিক। এর আগে চোটে আক্রান্ত ছিলেন তিনি। তবে চ্যাম্পিয়নস ট্রফির মাঠে একেবারেই সুবিধা করতে পারেননি এই ব্যাটার। ভারতের বিপক্ষে গোল্ডেন ডাক, নিউজিল্যান্ডের বিপক্ষে করেন ৫ বলে ২ রান। সময়টা অনেকদিন ধরেই খারাপ যাচ্ছিল তার। তাই ওয়ানডে ক্রিকেটে ক্যারিয়ারটা আর দীর্ঘ করলেন না।
মুশফিকুর রহিমের ওয়ানডে অভিষেক হয় ২০০৬ সালে। ১৯ বছরের ক্যারিয়ারে ২৭৪ টি ওয়ানডে খেলেছেন। যেখানে ৯ টি সেঞ্চুরি, ৪৯ টি ফিফটিতে সংগ্রহ করেছেন ৭ হাজার ৭৯৫ রান।
এমএইচ//