আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে 'যেকোনো ধরনের যুদ্ধের' জন্য প্রস্তুত চীন

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপিত নতুন শুল্কের জবাবে চীন জানিয়েছে শুধু বাণিজ্য নয়, ‘যেকোনো ধরনের যুদ্ধের’ জন্য প্রস্তুত তারা। বুধবার (৫ মার্চ) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পাল্টাপাল্টি শুল্কারোপে বিশ্বের শীর্ষ দুই অর্থনীতির মধ্যে দেখা দিয়েছে উত্তেজনা। দ্বিতীয় দফায় দায়িত্ব গ্রহণের পর চীনা পণ্যের ওপর ২০ শতাংশ শুল্কারোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

জবাবে মার্কিন কৃষি ও খাদ্যপণ্য আমদানির ওপর ১০ থেকে ১৫ শতাংশ শুল্ক আরোপ করে বেইজিং।

এসময়, সামাজিকমাধ্যম এক্সে পোস্ট করে চীনের ওয়াশিংটন দূতাবাস বলেছে ‘ওয়াশিংটন যদি যুদ্ধ করতে চায়, তাহলে তা মোকাবেলা করতে প্রস্তুত বেইজিং। সেটি শুল্কযুদ্ধ হোক অথবা বাণিজ্য যুদ্ধ; যেকোনো যুদ্ধের মুখোমুখি হতে প্রস্তুত চীন।’

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর থেকে এটি চীনের কাছ থেকে আসা সবচেয়ে কঠোর বক্তব্য। বার্ষিক ন্যাশনাল পিপলস কংগ্রেস উপলক্ষ্যে চীনের নেতারা বেইজিংয়ে জড়ো হওয়ার পর এই সতর্ক বার্তা দেওয়া হল।

প্রতিবেদনে আরও বলা হয়, বেইজিংয়ের নেতারা চীনের জনগণের কাছে একটি বার্তা পাঠানোর চেষ্টা করছেন তা হল, বাণিজ্য যুদ্ধের হুমকি সত্ত্বেও তাদের অর্থনৈতিক অগ্রগতি অব্যাহত থাকবে এ বিষয়ে তারা আত্মবিশ্বাসী।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন ট্রাম্প | চীন | যুক্তরাষ্ট্র