ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমণির ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার যেনো শেষ নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক যুবকের বুকে মাথা রেখে ছবি পোস্ট করে নতুন প্রেমের দিকে ইঙ্গিত দিয়ে দর্শকদের উসকে দিচ্ছেন তিনি। তবে রহস্য ঘিরে ওই যুবকের চেহারা আড়ালে রেখেছেন নায়িকা। যদিও নেটিজেনদের চোখকে ফাঁকি দিতে পারেননি তিনি— যুবকের হাতের ঘড়ির সূত্র ধরে অনেকে দাবি করছেন, যুবকটি আর কেউ নয় সেই তরুণ সংগীতশিল্পী শেখ সাদী।

মঙ্গলবার রাতে নিজের ফেসবুক প্রোফাইলে ছবি পোস্ট করে ক্যাপশনে পরীমণি লিখেছেন—

“জীবন ভালোবাসার, এ জীবন প্রেমের। এ জীবন প্রেমের মায়ায় জড়িয়ে থাকুক। শুধু অবসানের জন্য জীবন প্রেমের থেকে বিচ্ছিন্ন না হোক। প্রেম ফিরে আসুক ভালোবাসা হয়ে আবার চলে যাক শরতের সাদা শুভ্র মেঘের মতন। শুধু ওই মেঘ গর্জন না হোক। জীবন চলুক জীবনের মতন”।
এই পোস্টের পরই নেটিজেনরা ছবির সাথে শেখ সাদীর সাম্প্রতিক কিছু ছবির মিল খুঁজতে ব্যস্ত হয়ে পড়েন। বিশেষ করে, ছবিতে যুবকের হাতে থাকা ঘড়ির সাথে শেখ সাদীর ঘড়ির মিল পাওয়া গেছে, যা গুঞ্জনে নতুন মাত্রা যোগ করেছে।
পরীমণি ও শেখ সাদীর প্রেমের খবর শোবিজ পাড়ায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। আর এই ছবিই যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে সেই গুঞ্জনে। বুধবার (৫ মার্চ) রাত থেকেই ফেসবুকের বিভিন্ন গ্রুপ, পেজে এ নিয়ে চলছে আলোচনার ঝড়। কেউ বলছেন, "পরীমণি শেখ সাদীকে আর লুকিয়ে রাখতে পারলেন না!" আবার কেউ মজা করে লিখেছেন, "নতুন জুটি কি তবে প্রকাশ্যে?"
তবে তার এই আলোচনার বিষয়টি পরীমণির নজরে আসায় বৃহস্পতিবার (৬ মার্চ) ভোরের আলো ফোটার আগেই ছবিটি নিজের ফেসবুক থেকে মুছে ফেলেন তিনি। ছবিটি সরিয়ে নিলেও ক্যাপশন তার একই থাকে।
এদিকে পরীমণি আর শেখ সাদীর একে অপরের পোস্ট লাইক-শেয়ার করে এবং ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়ে প্রেমের গুঞ্জনকে আরও উসকে দিচ্ছেন। এখন প্রশ্ন একটাই— পরীমণির হৃদয়ে আসলেই কি ফিরে এসেছে প্রেম? নাকি তিনি ইচ্ছে করেই রহস্যের জাল আরও ঘনিষ্ঠ করছেন?
এসকে//