লাল-সবুজের জার্সিতে প্রায় ২০ বছরের ক্যারিয়ারে মুশফিকুর রহিম। এরমধ্যে ১৯ বছর খেলেছেন ওয়ানডে ক্রিকেট। সেই ওয়ানডে সংস্করণ থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিক। বিদায়বেলায় ঢাকা প্রিমিয়ায়র লিগে মোহামেডান সতীর্থদের থেকে ‘গার্ড অব অনার’ পেয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৬ মার্চ) রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে মাঠে নামে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় দলটি। উইকেটরক্ষকের ভূমিকায় যখন মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন মুশফিক, তখন পেয়েছেন ‘গার্ড অব অনার’ এর সম্মান। দুই সারি করে সতীর্থরা দাঁড়িয়ে যান। এই দলের হয়ে খেলছেন তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজ। যারা জাতীয় দলে মুশফিকের সতীর্থ। তারাও অংশ নিয়েছেন মুশফিককে দেওয়া এই সম্মান প্রদর্শনে।
মুশফিকুর রহিমের ওয়ানডে অভিষেক হয় ২০০৬ সালে। ১৯ বছরের ক্যারিয়ারে ২৭৪ টি ওয়ানডে খেলেছেন। যেখানে ৯ টি সেঞ্চুরি, ৪৯ টি ফিফটিতে সংগ্রহ করেছেন ৭ হাজার ৭৯৫ রান।
এমএইচ//