লন্ডনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ওপর হামলার চেষ্টা হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) লন্ডনে চ্যাথাম হাউস থিংক ট্যাংকের একটি অনুষ্ঠান শেষে ফেরার পথে এই হামলা হয়।
হিন্দুস্তান টাইমস জানায়, লন্ডনে চ্যাথাম হাউস থিঙ্ক ট্যাঙ্কে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন জয়শঙ্কর। সেখান থেকে ফিরে গাড়ি থেকে নামার সময় তাঁর ওপর হামলার চেষ্টা করা হয়। তাঁকে হেনস্থা করা হয়।
স্বাধীনতাকামী গোষ্ঠী খালিস্তানিরা তার ওপর হামলা চেষ্টা করেছে বলে দাবি করেছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।
এদিকে লন্ডনে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ওপরে স্বাধীনতাকামী গোষ্ঠী খালিস্তানিদের হামলার চেষ্টার বিষয়ে নিন্দা জানিয়েছে ভারত।
ব্রিটিশ সরকারকে বার্তা দিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, 'আমরা সেই ঘটনার ভিডিও দেখেছি। সেখানে জয়শঙ্করের নিরাপত্তা বলয় লঙ্ঘন করা হয়েছিল।
তিনি আরও বলেন, ‘বিচ্ছিন্নতাবাদীদের ছোট্ট একটি গোষ্ঠী এবং কট্টরপন্থীদের এই উস্কানিমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি আমরা। আমরা আশা করছি যুক্তরাজ্য সরকার তাদের কূটনৈতিক দায়িত্ব পালন করবে।'
এমএ//