বিনোদন

মদে ডুবে থাকা থেকে অ্যানিম্যাল-এ অসাধারণ পুনরাবির্ভাব ববির

বায়ান্ন বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

ভাগ্যের চাকা যে কখন কিভাবে ঘুরে যায় তা বলা মুশকিল। একসময়ের জনপ্রিয় অভিনেতা ববি দেওলের হঠাৎ হারিয়ে যাওয়াটা ছিল তার জীবনের চরম ভুল। ক্যারিয়ারের কঠিন সময় পেরিয়ে তিনি ডুবে গিয়েছিলেন নেশার অন্ধকার জগতে

একসময় তার এমন অবস্থা হয়েছিল যে দিনভর মদে আসক্ত থাকতেন। সংসার চলত স্ত্রী তানিয়া দেওলের উপার্জনেহতাশা ভুলতে মদের আশ্রয় নেন ববি। সম্প্রতি সাক্ষাৎকারে দুঃসময়ের কথা তিনি জানিয়েছেন

সেই কাজের অভাবে ইন্ডাস্ট্রির পরিচালকদের দ্বারে দ্বারে ঘুরতে হয়েছিল তাকে। কিন্তু তখন কেউই তাকে সেভাবে সুযোগ দিতে রাজি হননি। তবুও তিনি নিজেকে ভেঙে পড়তে দেননি, বরং কঠিন সময়কে শক্তি বানিয়ে ঘুরে দাঁড়ানোর প্রতিজ্ঞা নেন

অবশেষেআশ্রম’ সিরিজে অভিনয়ের সুযোগ পান, যেখানে তার দুর্দান্ত অভিনয় দর্শকদের মন জয় করে নেয়। এরপরঅ্যানিম্যাল’-এ তার অভিনয় দেখিয়ে আবারও প্রমাণ করেছেন নিজের শক্ত অবস্থান

বর্তমানে তিনি বেশ কয়েকটি নতুন প্রজেক্টে ব্যস্ত রয়েছেন, আর দর্শকরা অপেক্ষায় আছেন পুরনো সেই ববি দেওলকে নতুন রূপে দেখার জন্য!

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন ‘অ্যানিম্যাল | ববি দেওল | দুঃসময়ের কথা