খেলাধুলা

মুশফিকের অসাধারণ সার্ভিসের জন্য কৃতজ্ঞতা: বিসিবি সভাপতি

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

ওয়ানডে ক্রিকেটে আর দেখা যাবে না মুশফিকুর রহিমকে। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে মুশফিককে জড়িয়ে আছে অসংখ্যা স্মৃতি। তার নিবেদন নিয়ে ক্রিকেট-সংশ্লিষ্ট সবাই অনেক বেশি অবগত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পক্ষ থেকেও মুশফিককে শুভেচ্ছা জানিয়ে এসেছে বার্তা।

বৃহস্পতিবার (৬ মার্চ) মুশফিককে নিয়ে বিবৃতি দিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

তিনি বলেছেন, 'বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ওয়ানডেতে মুশফিকের দেওয়া অসাধারণ সার্ভিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছে। দুই দশকের বর্ণাঢ্য এক ক্যারিয়ার শেষে ওয়ানডে ক্রিকেটে ইতি টেনেছেন তিনি। মুশফিক বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে যে অসাধারণ নিবেদন, আবেগ এবং পেশাদারিত্ব নিয়ে এসেছেন তা বিসিবি স্বীকার করছে। ব্যাটিং এবং উইকেটকিপিংয়ে তার অবদান দেশের ক্রিকেটের অগ্রগতিতে রেখেছে অপরিসীম ভূমিকা।' 

ফারুক আহমেদ আরও বলেছেন, 'মুশফিকুর রহিমের কাজের মনোভাব, দৃঢ়তা এবং অবিচল সংকল্প এমন উদাহরণ, যা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। বাংলাদেশের সেরা ওয়ানডে মুহূর্তগুলোর কথা বললেই উজ্জ্বলভাবে উঠে আসবে তার নাম। ১৯ বছর ধরে এই ফরম্যাটে খেলা একটি অবিশ্বাস্য অর্জন, যা তার ধারাবাহিকতা এবং ক্যারেক্টারের কথা বলছে। আমি নিশ্চিত, সে এখনও ক্রিকেটে অনেক কিছু দিতে পারে এবং আমরা তার কাছ থেকে মাঠে এবং মাঠের বাইরে অনেক কিছু দেখতে এবং শিখতে চাই।' 

এমএইচ// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন মুশফিকুর রহিম | বিসিবি সভাপতি | ফারুক আহমেদ