বাংলাদেশ

নারী হয়রানিকারীদের সতর্ক করে বার্তা দিলেন উপদেষ্টা আসিফ

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

নারী হয়রানিকারীদের সতর্ক করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, হয়রানিকারীদের কোনো ধরনের ছাড় দেয়া হবে না।

শনিবার (৮ মার্চ) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের এলজিআরডি ভবনে ‘আন্তর্জাতিক নারী দিবস’ উপলক্ষে শ্রেষ্ঠ আত্মনির্ভরশীল নারী সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, দেশে যখন কোটা আন্দোলন হয়েছে; তখন নারীরাই এগিয়ে এসে বলেছেন, আমাদের কোটা প্রয়োজন নেই, আমরা সমতা চাই, প্রতিযোগিতা করে নিজেদের জায়গা করে নিতে চাই। বাংলাদেশের নারীদের এই সাহস আমাদের অনুপ্রেরণা জোগায়। আমরা নতুন একটি বাংলাদেশের স্বপ্ন দেখতে পারি, যেখানে কোনো জেন্ডারবৈষম্য থাকবে না।

উপদেষ্টা আসিফ বলেন, সাম্প্রতিক সময়ে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করছি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে বিভিন্ন মহল সুযোগ নেয়ার চেষ্টা করছে, ধর্মের আবেগকে ব্যবহার করে নারীদের নিচু করে দেখানো এবং হ্যারেজমেন্ট করার ঘটনা ইতোপূর্বে ঘটেছে।

তিনি বলেন, আমাদের ধর্ম নারীদের সর্বোচ্চ সম্মানের জায়গায় রাখার স্বীকৃতি দিয়েছে। যারা এই ধরনের কর্মের সাথে যুক্ত হয়েছে কিংবা হচ্ছে, তাদের আমরা সতর্ক করে দিতে চাই, সরকার এক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেবে না। সামনের দিনগুলোতে এই ধরনের ঘটনা কেউ ঘটানোর চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে।

আমরা এমন বাংলাদেশ চাই যেখানে জেন্ডারকে কেন্দ্র করে কোনো বৈষম্য থাকবে না। নারীরা সর্বোচ্চ নিরাপত্তার মাধ্যমে তাদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করবেন। বক্তব্যে এমন কথাও বলেন উপদেষ্টা আসিফ। 

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন উপদেষ্টা আসিফ মাহমুদ | নারী হয়রানিকারী | আন্তর্জাতিক নারী দিবস