ইহুদি শিক্ষার্থীদের হেনস্তা ঠেকাতে ব্যর্থতার অভিযোগে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দকৃত ৪০ কোটি ডলারের অনুদান ও চুক্তি বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (৮মার্চ) সবাদসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ট্রাম্প প্রশাসন বলছে, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের নিউইয়র্ক সিটি ক্যাম্পাসে ইহুদি শিক্ষার্থীরা হেনস্তার শিকার হলেও, কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। ফলশ্রুতিতে বিশ্ববিদ্যালয়টির ৪০ কোটি ডলারের অনুদান ও চুক্তি বাতিল করা হলো।
গাজায় ইসরাইলের হামলার প্রতিবাদে গত বছর বিক্ষোভে ফেটে পড়ে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। ফিলিস্তিনের সমর্থনে হওয়া আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল বিশ্ববিদ্যালয়টি।
এনএস/