এবার অভিনব কায়দার ইউক্রেনে সেনাবাহিনীর ওপর হামলা চালিয়েছে রাশিয়া। কুরস্ক অঞ্চলের সুদঝা শহরে থাকা গ্যাস পাইপলাইনের ভিতর দিয়ে ইউক্রেনীয় সেনাবাহিনীর ওপর হামলা চালিয়েছে রাশিয়ার বিশেষ বাহিনী। রোববার(৯ মার্চ) ব্রিটিশ সংবাদসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গেলো বছরের আগস্টে রাশিয়ার কুরস্ক অঞ্চলের ১৩০০ কিলোমিটার এলাকা দখল করে নেয় ইউক্রেনের সেনাবাহিনী। এর মাধ্যমে ভবিষ্যতে পুতিনের সঙ্গে দরকষাকষি ও পূর্ব ইউক্রেন থেকে রাশিয়ার সেনাবাহিনী সরাতে মস্কোকে বাধ্য করতে চেয়েছিলো কিয়েভ।
কুরস্ক অঞ্চলের প্রতিদিনের যুদ্ধাবস্থা জানাতে গিয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের সেনারা ইউক্রেনের সামি অঞ্চলের সীমান্ত বরাবর লেবেডেভকা ও নোভেনকা গ্রামের নিয়ন্ত্রণ পুনরায় নিয়েছে।
প্রধান প্রধান গ্যাস পরিবহণ ও পরিমাপের স্টেশনগুলোর অবস্থান কুরস্ক অঞ্চলের সুদঝা শহরে। এর মধ্যে দিয়ে রাশিয়ার প্রাকৃতিক গ্যাস ইউক্রেন হয়ে ইউরোপে যায়।
ইউক্রেনের জেনারেল স্টাফ এক বিবৃতিতে জানায়, রাশিয়ার সেনাবাহিনী গ্যাস পাইপলাইনের মাধ্যমে শক্ত অবস্থান নিতে চেয়েছিলো। তবে আকাশে থাকা ইউক্রেনের সেনারা তাদের দ্রুত সনাক্ত করে এবং রকেট, আর্টিলারি ও ড্রোন হামলার মাধ্যমে জবাব দেয়। বর্তমানে রাশিয়ান ইউনিটকে পুরোপুরি ধ্বংসের চেষ্টা করা হচ্ছে ।
এনএস/