নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। রোববার (৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই সমাবেশ করেন তারা।
সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরিন, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা প্রমুখ।
ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করেন ঢাবির লোকপ্রশাসন বিভাগ ও রসায়ন বিভাগ।
এছাড়া, ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ধর্ষকের ফাঁসির দাবিতে রাজু ভাস্কর্যের নিচে বিক্ষোভ সমাবেশ করেন।
ঢামেকের শিক্ষার্থীরা মুখে ও কপালে লাল কাপড় বেঁধে বিক্ষোভ করেন। এসময় তারা ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে’, ‘আমার মাটি আমার মা, ধর্ষকদের হবে না’,-এ রকম নানা স্লোগান দেন।
মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড নিশ্চিত করার দাবি জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ সকালে ভাটারা থানার সামনে স্ব স্ব ক্যাম্পাসের ফেস্টুন নিয়ে বিক্ষোভ করেন তারা।