জাতীয়

ধর্ষণকে জামিন অযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে : আইন উপদেষ্টা

ধর্ষণের মামলায় ৯০ দিনের মধ্যে বিচার ও ১৫ দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে বলে নির্দেশনা দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। পাশপাশি ধর্ষণকে জামিন অযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে বলে জানান তিনি।

রোববার (৯ মার্চ) আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ধর্ষণের মামলাগুলো তদারকি করার জন্য আইন মন্ত্রণালয়ের আলাদা একটা সেল থাকবে, যেন অযথা সময় কালক্ষেপণ না করা হয়। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও এ ঘটনার বিচারের আশ্বাস দেন তিনি।

তিনি বলেন,  দ্রুত বিচার নিশ্চিত করতে সরকার নারী নির্যাতন আইন পরিবর্তন করছে। গত কয়েকদিনে যেসব মব জাস্টিস এবং মোরাল পুলিশিংয়ের ঘটনা ঘটেছে, সে বিষয়ে সরকার পদক্ষেপ গ্রহণ করেছে। দোষীদের গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। সব ঘটনা সরকারের পর্যবেক্ষণে আছে।

আসিফ নজরুল বলেন, রাস্তাঘাটে যৌন নিপীড়ন প্রতিরোধে অতিদ্রুত স্বরাষ্ট্র মন্ত্রাণালয় ও পুলিশের পক্ষ থেকে আলাদা একটা হটলাইন প্রদান করা হবে। এছাড়াও রাস্তাঘাটে যেকোনো ঘটনা ঘটলে এটাতে অভিযোগ করা যাবে। এই হটলাইন ২৪ ঘণ্টা চালু থাকবে। এটা তদারকি করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডেডিকেট সেল থাকবে।

ঢাবিতে ঘটে যাওয়া ছাত্রী হেনস্তার বিষয়ে তিনি আরও বলেন, এ ঘটনায় তাকে চাপ দিয়ে মামলা প্রত্যাহার করা হয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হবে। সেদিন মামলা প্রত্যাহার করায় যৌন নিপীড়ক জামিন পেয়েছিল বলেও জানান এ উপদেষ্টা।

 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবং স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন আইন উপদেষ্টা