সৌদি আরবে ২০ হাজারের বেশি অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। বসবাস, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের অপরাধে যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
শনিবার (৮ মার্চ) সৌদি আরব ভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ এক প্রতিবেদনে এ সব তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, গেলো ২৭ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত দেশটির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার ৭৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। হয়। এদের মধ্যে ১৩ হাজার ৮৭১ জনকে আবাসিক ব্যবস্থা লঙ্ঘন, তিন হাজার ৫১৭ জনকে সীমান্ত নিরাপত্তা লঙ্ঘন এবং তিন হাজার ৩৬১ জনকে শ্রম বিধান লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার করা হয়।
এছাড়া সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে দেশটিতে প্রবেশের চেষ্টার সময় এক হাজার ৫১ জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ৪৩ শতাংশ ইয়েমেনি, ৫৪ শতাংশ ইথিওপিয়ান এবং ৩ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।
এমএ//