দেশজুড়ে

ধর্ষকদের পক্ষে দাঁড়াবেন না মাগুরার কোনো আইনজীবী

ছবি: সংগৃহীত

মাগুরায় ৮ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় আসামিদের বিচারের দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ করেছেন ছাত্র-জনতা। ধর্ষকদের পক্ষে জেলার কোন আইনজীবী যাতে আদালতে না দাড়ায় সে দাবিও জানান তারা। তাদের দাবিতে সারা দিয়ে জেলার কোন আইনজীবী অভিযুক্তদের পক্ষে দাঁড়াবেন না বলে ঘোষণা দিয়েছে জেলা আইনজীবী সমিতি।

রোববার (৯ মার্চ) মাগুরা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শায়ের হাসান টগর গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, ধর্ষকদের পক্ষে মাগুরার কোনো আইনজীবী আদালতে দাঁড়াবেন না। দ্রুত সময়ের মধ্যে বিচারকার্য সম্পন্ন হওয়ার জন্য আমরা সহযোগিতা করব

এর আগে আদালতের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভকারীরা ধর্ষণে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচার চেয়ে স্লোগান দিতে থাকেন। বিদ্যমান আইনে অপরাধীরা ছাড়া পেয়ে যায় বলে বারবার এমন ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরাসেই সঙ্গে আসামিদের পক্ষে কোনো আইনজীবী যেন আদালতে না দাঁড়ান সেই দাবিও জানিয়েছেন তারা। তাদের দাবি বাস্তবায়ন না হলে মার্চ টু মাগুরা কর্মসূচি নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

পরে দুপুর ১টার পর ঘটনাস্থলে আসে সেনাবাহিনীর একটি দল। পুলিশ ও সেনা কর্মকর্তাদের আশ্বাস পেয়ে দুপুর আড়াইটার দিকে বিক্ষোভকারীরা আদালতের ফটক থেকে সরে যান।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন মাগুরা