আইন-বিচার

মাগুরায় শিশু ধর্ষণ

চার আসামির ৭ দিনের রিমান্ড আবেদন

ছবি: সংগৃহীত

মাগুরায় ৮ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তারকৃত চার আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। রোববার (৯ মার্চ) মাগুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আলাউদ্দিন গণমাধ্যমে জানায়, গ্রেপ্তারকৃত চার আসামি কারাগারে আছেন। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছে। তবে এখনো রিমান্ড শুনানি হয়নি, প্রক্রিয়া চলছে।’

এদিকে, ধর্ষণের অভিযোগে জড়িতদের প্রকাশ্যে ফাঁসির দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ করেছেন মাগুরা সরকারি কলেজের শিক্ষার্থী ও সাধারণ জনতা।

এ সময় বিক্ষোভকারীরা নানা স্লোগান দিয়ে আদালতে প্রবেশ করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। পরে সেনাবাহিনী এসে তাদের শান্ত করার চেষ্টা করে। বিক্ষুব্ধরা আদালতের সামনে অবস্থান নিয়ে নানা স্লোগান দিতে থাকেন।

এর আগে গেলো বৃহস্পতিবার বোনের শ্বশুরবাড়ি গিয়ে ধর্ষণের শিকার হয় ৮ বছরের এক শিশু। এ ঘটনায় শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে পাঠানো হয়। শিশুর জ্ঞান না ফেরায় ও অবস্থার উন্নতি না হওয়ায় পরবর্তীতে গতকাল বিকেলে তাকে সিএমএইচে পাঠানো হয়।

এ ঘটনায় শিশুর মা বাদি হয়ে গতকাল চারজনকে আসামি করে মাগুরা সদর থানায় একটি মামলা করেন। মামলার ৪ আসামি আগেই হেফাজতে ছিলেন। মামলার পর তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। চার আসামি হলেন- শিশুর ভগ্নিপতি সজিব (১৮)সজীবের ভাই রাতুল (১৭)তাদের বাবা হিটু মিয়া (৪২) ও মা জাবেদা বেগম (৪০)।

 

 এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন মাগুরা | ৮ বছরের শিশু ধর্ষণ