আসছে শুক্রবার (১৪ মার্চ) ৬০ বছরে পা রাখছেন আমির খান। বয়স বাড়লেও এখনো তার মধ্যে রয়ে গেছে সেই ‘চকোলেট হিরো’র আকর্ষণ। তার হাসিতে এখনও যেন তার অনুরাগীদের হৃদয়ে দোলা দেয়।
জন্মদিন উপলক্ষে দেশজুড়ে বিশেষ উদ্যাপন। ১৪ থেকে ২৭ মার্চ পর্যন্ত মাল্টিপ্লেক্সগুলোতে চলবে তার জনপ্রিয় ছবির প্রদর্শনী। এ আয়োজনের নাম হবে আমির খান। প্রবীণ চিত্রনাট্যকার জাভেদ আখতার ‘সিনেমা কা জাদুগর’ বলে ঘোষণা করেছেন ।
জাভেদই প্রথমবারের মতো আমিরকে সিনেমায় অভিনয়ের সুযোগ দেন। তিনিই জানান, আমিরের সেরা ছবিগুলোর মধ্যে ‘দঙ্গল’ তার প্রিয়। যেখানে আমির বয়স্ক এক পিতার চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন।
বলিউড বলছে, জন্মদিনে শুধু উদ্যাপনই নয়, থাকতে পারে নতুন চমক! এবার কী আনছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’?
এসকে//