আন্তর্জাতিক

আমরা ইসরায়েলের এজেন্ট নই: ট্রাম্পের দূত

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে প্রথমবারের মতো একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি দোহায় অনুষ্ঠিত এ বৈঠকের কিছু তথ্য প্রকাশ করেছেন ফিলিস্তিনি সাংবাদিক তামের আলমিশাল।

এই বৈঠকের পর থেকেই প্রধান পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্রের ওপর বেজায় চটেছে ইসরায়েল। ইহুদিবাদী রাষ্ট্রটির গণমাধ্যমে দোহায় হামাসের সঙ্গে ট্রাম্পের জিম্মি বিষয়ক দূতের সরাসরি আলোচনার তীব্র সমালোচনা করা হচ্ছে।

তবে, ইসরায়েলের কঠোর সমালোচনার জবাব দিয়েছেন মার্কিন জিম্মি বিষয়ক দূত অ্যাডাম বোহলার। তিনি স্পষ্টভাবে বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ইসরায়েলের এজেন্ট নয়। আমরা আমাদের নাগরিকদের স্বার্থে যে কোনো পদক্ষেপ নিতে পারি এবং এর জন্য ইসরায়েলের কাছে জবাবদিহি করতে বাধ্য নই।’

সোমবার (১০ মার্চ) আন্তর্জাতিক সংবাদ সংস্থা দ্য টাইমস অব ইসরায়েল’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে,  অ্যাডাম বোহলার বলেছেন, গত সপ্তাহে দোহায় যুক্তরাষ্ট্র ও হামাসের মধ্যে চারটি সরাসরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মার্কিন কর্মকর্তারা একজন জীবিত মার্কিন সেনা ও চারটি মৃতদেহ হস্তান্তরের জন্য একটি পৃথক (আংশিক) চুক্তির অনুরোধ করেন। হামাস ওই আংশিক চুক্তিতে সম্মত হয়ে এবং এর বিনিময়ে শত শত ফিলিস্তিনি বন্দির মুক্তি দাবি করেছে।

এদিকে, ইসরায়েলি এক গণমাধ্যমকে রোববার দেওয়া সাক্ষাৎকারে মার্কিন দূত অ্যাডাম বোহলার বলেছেন, হামাসের সঙ্গে আমাদের আলোচনাকে ইসরায়েল যেভাবে তীব্র সমালোচনা করছে, তাতে আমরা খুবই বিরক্ত। আমেরিকা 'ইসরায়েলের এজেন্ট নয়'। 

তিনি বলেন, আমার বিশ্বাস- হামাস শেষ পর্যন্ত তাদের অস্ত্র ও রাজনৈতিক ক্ষমতা ত্যাগ করবে এবং কয়েক সপ্তাহের মধ্যে জিম্মিদের মুক্ত করার জন্য চুক্তি করবে।

বোহলারের কিছু মন্তব্য ঊর্ধ্বতন ইসরায়েলি কর্মকর্তাদের আরো সংক্ষুদ্ধ করেছে, অনেকে টাইমস অব ইসরায়েলকে বলেছেন যে, তারা মার্কিন দূতের মন্তব্য শুনে অবাক হয়েছেন।

কাতার এবং মিশরের মধ্যস্থতায় পরোক্ষ আলোচনার পাশাপাশি অনুষ্ঠিত হয়েছে সরাসরি মার্কিন-হামাস আলোচনা। গাজায় এখনো জিম্মি করে রাখা আমেরিকান জিম্মিদের মুক্তির উপর দৃষ্টি নিবদ্ধ করেছেন মার্কিন দূত।

বোহলার ইসরায়েলের চ্যানেল-১২ -কে বলেন, হামাসের সঙ্গে তার বৈঠক কখন শুরু হয়েছিল বা কতজন অংশ নিয়ে ছিলেন তা নির্দিষ্ট করে আমি বলতে রাজি না।

বৈঠকে মূলত একমাত্র জীবিত আমেরিকান জিম্মি এডান আলেকজান্ডার এবং চারজন নিহত আমেরিকান জিম্মির মৃতদেহের বিষয়ে আলোচনা করা হলেও, বোহেলার স্পষ্ট বক্তব্য ছিল—এই আলোচনা সব জিম্মির মুক্তির লক্ষ্যে একটি বৃহত্তর চুক্তি করার জন্যই হয়েছে।

ইসরায়েলি জনসাধারণের উদ্দেশ্যে তিনি আশ্বস্ত করে বলেন,‘আপনাদের ভয় পাওয়ার প্রয়োজন নেই। মার্কিন প্রেসিডেন্ট, আমি কিংবা আমাদের প্রশাসনের কেউ আপনাদের ভুলে যায়নি।’

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন যুক্তরাষ্ট্র | হামাস