জাতীয়

দ্রুত ‘জাতীয় সনদ’ চূড়ান্ত করতে চায় ঐকমত্য কমিশন

বায়ান্ন প্রতিবেদন

জাতীয় ঐকমত্য কমিশন দ্রুত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করতে এবং স্বল্প সময়ের মধ্যে ঐকমত্যে পৌঁছে একটি ‘জাতীয় সনদ’ তৈরির পরিকল্পনা করছে।

সোমবার (১০ মার্চ) জাতীয় সংসদ ভবনের এলডি হলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতীয় ঐকমত্য কমিশন সংস্কারের জন্য ১৬৬টি সুপারিশের বিষয়ে ৩৪টি রাজনৈতিক দল ও জোটের মতামত চেয়েছে। দলগুলোর মতামত ১৩ মার্চের মধ্যে পাওয়ার আশা করা হচ্ছে।

ড. আলী রীয়াজ বলেন, ‘আমরা রাজনৈতিক দল ও জোটগুলোর প্রতি যত দ্রুত সম্ভব মতামত জানানোর অনুরোধ জানাই। তাদের মতামত পাওয়ার পরপরই আলোচনা শুরু হবে।’

জাতীয় ঐকমত্য কমিশন ছয়টি সংস্কার কমিশনের ১৬৬টি সুপারিশকে পাঁচটি ভাগে বিভক্ত করেছে:

১. সংবিধান সংস্কার সংক্রান্ত সুপারিশ: ৭০টি

২. নির্বাচন ব্যবস্থা সংস্কার সংক্রান্ত সুপারিশ: ২৭টি

৩. বিচার বিভাগ সংক্রান্ত সুপারিশ: ২৩টি

৪. জনপ্রশাসন সংক্রান্ত সুপারিশ: ২৬টি

৫. দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত সুপারিশ: ২০টি

তবে পুলিশ সংস্কার কমিশনের সুপারিশগুলিকে প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব বলে বিবেচনা করা হয়েছে।

প্রতিটি সুপারিশের ক্ষেত্রে দুটি বিষয়ের ওপর মতামত চাওয়া হয়েছে।

প্রথমটি হলো, সংশ্লিষ্ট সুপারিশের বিষয়ে একমত কি না। এতে তিনটি বিকল্প রাখা হয়েছে। 

একমত

একমত নই

আংশিকভাবে একমত

এ তিনটি বিকল্পের যেকোনো একটিতে টিকচিহ্ন দিয়ে মতামত জানাতে অনুরোধ করা হয়েছে।

দ্বিতীয়টি হলো, প্রতিটি সুপারিশের বিষয়ে সংস্কারের সময়কাল ও বাস্তবায়নের উপায়। এ ক্ষেত্রে ছয়টি বিকল্প আছে। সেগুলো হলো ‘নির্বাচনের আগে অধ্যাদেশের মাধ্যমে’, ‘নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে’, ‘নির্বাচনের সময় গণভোটের মাধ্যমে’, ‘গণপরিষদের মাধ্যমে’, ‘নির্বাচনের পরে সাংবিধানিক সংস্কারের মাধ্যমে’ ও ‘গণপরিষদ ও আইনসভা হিসেবে নির্বাচিত সংসদের মাধ্যমে’। এসব ঘরের যেকোনো একটিতে টিকচিহ্ন দিয়ে মতামত দিতে বলা হয়েছে। এর বাইরে প্রতিটি সুপারিশের পাশে দলগুলোর ‘মন্তব্য’ দেওয়ার একটি জায়গা রাখা হয়েছে।

ড. আলী রীয়াজ জানান, রাজনৈতিক দলগুলোর পাশাপাশি নাগরিকদের মতামত গ্রহণের জন্য খুব শিগগিরই একটি ওয়েবসাইট চালু করা হবে। যেখানে সাধারণ জনগণ গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর বিষয়ে মতামত জানাতে পারবেন।

জাতীয় ঐকমত্য কমিশন আশা করছে, রাজনৈতিক দলগুলো নির্ধারিত সময়ের মধ্যে তাদের মতামত দেবে এবং দ্রুত একটি জাতীয় সনদ চূড়ান্ত করা সম্ভব হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, আব্দুল মুয়ীদ চৌধুরী, সফররাজ হোসেন, এমদাদুল হক এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন জাতীয় সনদ | জাতীয় ঐকমত্য কমিশন