তারকাদের ব্যক্তিজীবন নিয়ে কৌতূহল সবসময়ই থাকে, তবে কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের দাম্পত্য নিয়ে আলোচনার ঝড় যেন থামেই না। নারী দিবসে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়ে শ্রীময়ী খোলাখুলি জানালেন, বিয়ের আগে কাঞ্চনের কাছে তিনি কী চেয়েছিলেন।
শনিবার কালীঘাটের এক অনুষ্ঠানে শ্রীময়ী বলেন,"আমি কখনও সোনা-গয়না চাইনি, চেয়েছিলাম শুধু সম্মান। যেখানে আমি মাথা উঁচু করে বাঁচতে পারব।"
তিনি আরও বলেন,"আমি উত্তর কলকাতার রক্ষণশীল পরিবারের মেয়ে। আমার মা কিংবা পরিবারের কেউ এত মিডিয়া ও সোশ্যাল মিডিয়ার শোরগোলের সঙ্গে অভ্যস্ত নন। যখন তিনি আমাকে নিয়ে কটাক্ষ দেখেন, তাঁর চোখে জল এসে যায়। কিন্তু সেই জায়গা থেকেই আমি শক্তি পেয়েছি, বাঁচার নতুন আশার সন্ধান পেয়েছি।"
শ্রীময়ী সমাজের পুরুষদের উদ্দেশে বলেন,"আপনারা স্ত্রীদের 'টেকেন ফর গ্রান্টেড' ভাববেন না। অন্যায় ঘটলে ফেসবুকে পোস্ট না করে সরাসরি প্রতিবাদ করুন, চিৎকার করুন। কিছু ঘটে যাওয়ার পর মোমবাতি মিছিল করে লাভ নেই।"
নারী দিবস নিয়ে নিজের ভাবনা স্পষ্ট করে শ্রীময়ী বলেন,"নারী দিবস একদিনের জন্য নয়, প্রতিদিন হওয়া উচিত। শুধু উত্তরীয় পরিয়ে বা মঞ্চে ডেকে সম্মান জানালেই নারী দিবসের সার্থকতা আসে না। প্রতিদিনই নারীদের প্রকৃত সম্মান দিতে হবে।"
তিনি তাঁর মায়ের উদাহরণ দিয়ে বলেন,"আমার মা অফিসে যান না, কোনও বেতনও পান না। কিন্তু তিনি ২৪ ঘণ্টা পরিবারের জন্য অক্লান্ত পরিশ্রম করেন। বাবার টিফিন তৈরি থেকে শুরু করে সংসারের প্রতিটি দায়িত্ব সামলান। তাহলে তাঁরা কি সম্মানের যোগ্য নন?"
শুধু গৃহিণাই নয়, শ্রীময়ী মনে করেন,"যাঁরা পরিচারিকা বা গৃহকর্মী, তাঁদের জন্যও নারী দিবস হওয়া উচিত। কারণ, তাঁদের জন্য কোনও বিশেষ পুরস্কার বা সম্মাননা নেই। অথচ তাঁরাও প্রতিদিন পরিশ্রম করেন, সংসার সামলান।"
নারী দিবস নিয়ে শ্রীময়ীর বার্তা একদম স্পষ্ট— নারীদের সম্মান একদিনের আনুষ্ঠানিকতার বিষয় নয়, এটি প্রতিদিনের দায়িত্ব।
এসকে//