বিনোদন

হাসপাতাল থেকে শুটিংয়ে, ফের হাসপাতালেই কাঞ্চন! কি হয়েছে অভিনেতার?

বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

টলিপাড়ার এক অসাধারণ অভিনেতা , যিনি প্রায় সবসময়ই কর্মব্যস্ত থাকেন তিনি আর কেউ না তিনি হলেন সকলের প্রিয় কাঞ্চন মল্লিক।  অভিনয়ের পাশাপাশি রাজনীতি এবং পরিবারের প্রতি তার দায়িত্বও নিখুঁতভাবে পালন করেন তিনি।  কিন্তু সম্প্রতি এই অভিনেতা অসুস্থ হয়ে পড়েন , যার পরিণামে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। টলিপাড়া গণমাধ্যমকে বলেছে , এখানেই শেষ নয়।  অসুস্থ শরীর নিয়েও শুটিং ছাড়েননি তিনি বরং , রোগমুক্তি ঘটার পরও অটলভাবে কাজ চালিয়ে গেছেন।

ভারতের একটি গণমাধ্যম কাঞ্চনকে কি হয়েছে বলে জিজ্ঞাসা করলে তিনি বলেন , গরমের প্রভাব এবং পানিশূন্যতা শরীরে বিপাকক্রিয়ার সমস্যা সৃষ্টি করেছিল।  হঠাৎ করেই অতিরিক্ত গরম পড়েছিল।  সেই সময়েই শুটিং করছিলেন।  এর ফলেই একটু অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। 

তবে তার এই অসুস্থতার মধ্যেও কাজের প্রতি ভালোবাসা এক বিন্দুও কমেনি।  হাসপাতাল থেকে সুস্থ হওয়ার পরই তিনি শুটিংয়ের কাজে ফিরেছিলেন।  কাঞ্চন নিজেই জানিয়েছেন , হাসপাতালে কিছুটা সুস্থ হওয়ার পরেই তিনি আবার শুটিংয়ে ফিরে গিয়েছিলেন।  বানতলাতে তখন শুটিং চলছে, তিনি সেখানে গিয়েছিলেন , শুটিং করেছেন আর তারপর আবার হাসপাতালে ফিরে এসে স্যালাইন নিয়েছে।

‘আমার বস’ ছবির শুটিংয়ের মাঝে কাঞ্চন মজার একটি উপহার পেয়েছেন তার সহশিল্পী রাখি গুলজ়ার থেকে।  রাখিদি তাকে চুকলিখোর নামে ডেকেছেন , যা এখন তার পর্দার চরিত্রেরও অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এ নামটি তাকে খুবই আনন্দ দিয়েছে এবং পর্দায় দর্শকেরাও এই নামেই তাকে ডাকবে। 

কাঞ্চন মল্লিক জানান , উইন্ডোজ প্রযোজনা সংস্থার সঙ্গে তার দীর্ঘ সম্পর্ক রয়েছে , যেটি তাকে এক পরিবারের মতো অনুভব করায়।  নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে অনেক বছরের সম্পর্ক।  ওদের ছবিতে কাজ করা মানে সত্যিই পরিবারের সদস্য হয়ে যাওয়া। তাদের সঙ্গে কাজ করে অনেক ভালো অনুভব করি।

এ বছর ‘রক্তবীজ ২’ এ কাঞ্চন মল্লিককে শ্রীময়ী চট্টরাজ এর সঙ্গে একসাথে অভিনয় করতে দেখা যাবে।  তাদের জুটির কাজ আগের মতোই আকর্ষণীয় ও উপভোগ্য হবে , যা সিনেমাপ্রেমীদের জন্য বেশ আকর্ষণীয় হতে চলেছে।

কাঞ্চন আরও জানান , বর্তমানে তিনি সুস্থ হলেও কিছুটা দুর্বল অনুভব করছেন।  তবে তার কাজের প্রতি দৃষ্টি এবং উদ্যম একটুও কমেনি।  তিনি বলেন এখন আগের তুলনায় সুস্থ হলেও দুর্বলতা কাটেনি কিন্তু কাজ তো চলতেই থাকবে। 

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন কাঞ্চন মল্লিক | টলিপাড়া