বিনোদন

প্রেমিকের সঙ্গে পাহাড়ে মধুমিতা, ভক্তদের সঙ্গে ভাগ করলেন উপলব্ধি

বায়ান্ন বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

গরমের এই সময়টা দোলের আগের দিনগুলোতে সিকিমের পাহাড়ে ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী মধুমিতা সরকার, প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সাথে। শহরের কোলাহল থেকে দূরে পাহাড়ের শীতল পরিবেশে কাটানো মুহূর্তগুলো তিনি সবার সাথে ভাগ করে নিয়েছেন।

গেলো বছর দুর্গাপুজোয় প্রথমবারের মতো মধুমিতা তার সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন দেবমাল্য চক্রবর্তীর সাথে। এরপর থেকেই টলিপাড়ায় তাদের সম্পর্ক নিয়ে বেশ আলোচনা চলছে। সম্প্রতি ভালোবাসা দিবসে এই সম্পর্কের পাঁচ মাস পূর্ণ হওয়ার উপলক্ষে নিজের অনুভূতি শেয়ার করেছেন মধুমিতা।

তিনি লেখেন,এই পাঁচ মাসে জীবন অনেক বদলেছে, কিন্তু এক মুহূর্তের জন্যও মনে হয়নি একঘেয়ে। ছোট ছোট অকারণ কারণে আমরা হাসছি। প্রতিদিন ঝগড়া হলেও, তা থামাতে চাই না। প্রতিটি স্মৃতি একসাথে তৈরি করতে পেরে আমি কৃতজ্ঞ। আরও অনেক স্মৃতি তৈরির অপেক্ষায় আছি।

মঙ্গলবার (১১ মার্চ) মধুমিতা তার ফেসবুকে দেবমাল্যর সাথে পাহাড়ে তোলা কিছু ছবি শেয়ার করেছেন। ছবিগুলোতে তারা একে অপরকে জড়িয়ে আছেন। মধুমিতা লেখেন,কোথায় যাচ্ছি, সেটা তেমন গুরুত্বপূর্ণ নয়,কার সাথে যাচ্ছি, সেটাই অনেক বড় কথা। তোমার সঙ্গে সব কিছু বাড়ির মতো লাগে। তুমিই আমাকে পৃথিবীটাকে নতুন করে দেখিয়েছ।

 

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন মধুমিতা | দেবমাল্য চক্রবর্তী