বিনোদন

বলিউডের দোরগোড়ায় জিৎ

বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

টলিউডের অন্যতম জনপ্রিয় মুখ জিৎ। যিনি শুধুমাত্র একজন নায়কই নন, বরং সফল প্রযোজক হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এবার তার ক্যারিয়ারে নতুন বাঁক আসতে চলেছে কি? গুঞ্জন উঠেছে, জিৎকে শিগগিরই দেখা যেতে পারে হিন্দি সিনেমার পর্দায়।

সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ এ জিৎয়ের উপস্থিতি দর্শক এবং ইন্ডাস্ট্রির অনেকের নজর কাড়ে। সিরিজের সাফল্যের পর থেকে বলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, মুম্বাইয়ের একাধিক প্রোজেক্টে জিৎকে নেয়ার কথা চলছে।  ইতোমধ্যেই নাকি বেশ কয়েকটি হিন্দি সিনেমার স্ক্রিপ্ট নাকি তার হাতে এসে পৌঁছেছে। 

তবে এবারই প্রথম নয়। ক্যারিয়ারের শুরুর দিকে মুম্বাই ছিল তার স্বপ্নের শহর।  সেখান থেকেই বলিউডের নায়ক হওয়ার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিলেন তিনি।  কিন্তু সময় ও বাস্তবতার সঙ্গে পাল্লা দিতে গিয়ে সেই স্বপ্ন কিছুটা থেমে গিয়েছিল।  বছর ঘুরে অভিজ্ঞতা ও প্রভাব বাড়িয়ে আজ তিনি কলকাতায় সুপ্রতিষ্ঠিত এবং সেই পুরনো স্বপ্ন যেন আবার ডাক দিচ্ছে।

যদিও জিৎ নিজে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। তবে কিছু গণমাধ্যম সূত্র বলছে, একটি হিন্দি ছবিতে দ্বিতীয় মুখ্য চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন তিনি।  ছবিটি নিয়ে কথাবার্তাও চূড়ান্ত পর্যায়ে, তবে চূড়ান্তের সিদ্ধান্ত এখনও হয়নি।

বলাই বাহুল্য বলিউডে পা রেখেছেন এমন টলিউড অভিনেতার তালিকা বড় হচ্ছে শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত ইতোমধ্যেই বলিউডে নিজেদের জায়গা তৈরি করেছেন।  এবার হয়তো সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছেন জিৎ। 

এর আগে নিজের প্রযোজিত সিনেমা ‘চেঙ্গিজ’ নিয়ে মুম্বাইয়ে গিয়ে জোরদার প্রচার চালিয়েছিলেন জিৎ। তখন থেকেই অনেকে ধারণা করেছিলেন, তিনি মুম্বাইয়ের বাজারকে আরও কাছ থেকে ধরতে চেয়েছিলেন। বর্তমানে তার মুম্বাই-কলকাতা যাতায়াতও বেড়েছে, যা টলিপাড়ায় কানাঘুষা শুরু হয়ে গিয়েছে। 

এদিকে তার নতুন প্রজেক্টকে ঘিরে দর্শকেরও অপেক্ষার প্রহর বাড়ছে বৈকি। শোনা যাচ্ছে, জিৎকে একেবারে নতুন অবতারে রায়হান রাফী পরিচালিত ‘লায়ান’ সিনেমায় দেখা যাবে ।  যার দ্বারা জিৎয়ের ক্যারিয়ারে নতুন একটা মোড়ও ঘুরতে পারে। 

জিৎ নিজে যতই মুখে কিছু না বলুক, তবে তার জন্য বলিউডের দ্বার খুলে গেছে। এখন শুধু সময়ের অপেক্ষা। টলিউডের এই সুপারস্টার বলিউডের পর্দাতেও এবার বাজিমাত করেন কিনা সেটাই এখন দেখার বিষয়।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন জিৎ | টলিউড