টলিউডের আকাশে আবারও বিয়ের সানাই। আসছে ১৯ জানুয়ারি গাঁটছড়া বাঁধতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য ও অভিনেতা রুবেল দাস। বিয়ের আগে আইবুড়োভাতের আনন্দে মেতে এই জুটি।
গত কয়েক দিন ধরে বিভিন্ন জায়গায় শ্বেতা ও রুবেলের জন্য আয়োজিত হয়েছে আইবুড়োভাত। এরই মধ্যে তাঁদের ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে-এর সেটে আয়োজন করা হয় শ্বেতার জন্য বিশেষ আইবুড়োভাত।
এই অনুষ্ঠানের প্ল্যানে ছিলেন ধারাবাহিকের নায়ক রণজয় বিষ্ণু ও সদ্য ধারাবাহিকে যোগ দেওয়া অভিনেত্রী অনুরাধা মুখোপাধ্যায়।
আজকাল, আনন্দবাজারসহ বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, আইবুড়োভাতের জন্য জমকালো মেনু তৈরি করা হয়েছিল, যাতে ছিল পোলাও, সাদা ভাত, ডাল, আলুভাজা, চিংড়ি মালাইকারি, পাঁঠার মাংস, ভেটকি পাতুরি, চাটনি, পাঁপড় এবং মিষ্টি। খাবারগুলি রেস্তোরাঁ থেকে আনা হয়েছিল।
শুধু খাবারই নয়, শ্বেতার জন্য ছিল বিশেষ সাজের আয়োজন। তাঁকে নববধূর মতো করে সাজিয়ে দেওয়া হয় কনের মুকুট ও ফুলের মালায়। এই সুন্দর আয়োজন দেখে শ্বেতা ভীষণ খুশি।
অন্যদিকে, শুটিং ফ্লোরেই ধুমধাম করে আইবুড়ো ভাত খেয়েছেন সিরিয়াল পাড়ার জনপ্রিয় নায়ক। পরনে ছিল শুদ্ধ বাঙালি বরবেশ—ধুতি, মাথায় টোপর, গলায় ঝুলছে উত্তরীয় আর গাঁদার মালা। ‘নিম ফুলের মধু’ পরিবারের সদস্যরা সবাই মিলে বিশেষ আইবুড়ো ভাত পর্বের আয়োজন করেছিল।
টেলি সিরিয়ালের জনপ্রিয় নায়ক-নায়িকার মহামিলন এখন শুধু দিনে গোনার পালা। তাঁদের প্রেম যেন এক রূপকথা, সিরিয়ালের কল্পকাহিনী।
শ্বেতা ও রুবেলের প্রেমকাহিনি শুরু হয়েছিল যমুনা ঢাকি-র সেটে। প্রথম দিকে নিজেদের সম্পর্ক আড়ালে রাখলেও পরে তাঁরা প্রকাশ্যে নিজেদের ভালবাসার কথা স্বীকার করেন।
বিয়ের কার্ড থেকেই নজর কেড়েছেন ছোটপর্দায় নায়ক-নায়িকা রুবেল-শ্বেতা। এখন তাঁদের বিয়ে নিয়ে শুধু টলিপাড়া নয়, ভক্তদের মধ্যেও উত্তেজনার অন্ত নেই। শ্বেতা ও রুবেলের জীবনের এই নতুন অধ্যায়ের জন্য শুভেচ্ছা জানাতে মুখিয়ে আছেন সকলেই।
যমুনা ঢাকির দুই প্রধান চরিত্রে ছিলেন রুবেল এবং শ্বেতা৷ জি বাংলা ডান্সের মঞ্চ থেকে শুরু হয় রুবেলের যাত্রা৷
সেখান থেকে একের পর এক সিরিয়ালে তিনি অভিনয় করেন, লিড রোলে৷ শ্বেতাও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন৷ বাংলা ধারাবাহিকে শ্বেতা ভট্টাচার্য একটি উল্লেখযোগ্য নাম৷ এমনকী টলিউডেও তিনি কাজ শুরু করেছেন নায়িকা হিসেবে৷
চলছে প্রি ওয়েডিং শ্যুটও৷ লাল-পাড় শাড়িতে শ্বেতা এবং রুবেল লাল কাজ করা পঞ্জাবি পরে ফোটো শ্যুট করেছেন৷ একই সঙ্গে আবার হলুদ গাউন এবং সাদা-হলুদ কুর্তা পাজামায় দু’জনকে লাগছিল বেশ৷ তাঁদের বিয়ের কার্ডে রয়েছে চমক৷
শ্বেতার সিঁথিতে সিঁদুর পরাচ্ছেন৷ এভাবে বিয়ের কার্ড ডিজাইন করেছেন তাঁরা৷ যা বেশ নজর কাড়া৷
এমআর//