বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত আবারও নানা পাটেকরের বিরুদ্ধে অভিযোগ করেছেন। ২০১৮ সালে তিনি যৌন হেনস্তার অভিযোগ দায়ের করেছিলেন, যা সম্প্রতি মুম্বাইয়ের আন্ধেরি আদালত খারিজ করেছে। তবে এবার তনুশ্রী নতুন অভিযোগ তুলে জানিয়েছেন, নানা পাটেকরের ঘনিষ্ঠরা তার সাক্ষীদের ভয় দেখিয়ে হুমকি দিচ্ছে।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্যটি নিশ্চিত করেছে।
২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ সিনেমার শুটিং চলাকালে নানা পাটেকর তার সঙ্গে অশালীন আচরণ করেছিলেন, এই অভিযোগে ২০১৮ সালে এফআইআর দায়ের করেন তনুশ্রী। কিন্তু অভিযোগের সময়সীমা পেরিয়ে যাওয়ায় এবং পর্যাপ্ত প্রমাণের অভাবে আন্ধেরি আদালতের বিচারক এনভি বনসল মামলাটি খারিজ করে দেন।
তনুশ্রী দত্তের অভিযোগ, নানা পাটেকরের ঘনিষ্ঠরা তার সাক্ষীদের ভয় দেখিয়ে হুমকি দিচ্ছে। তিনি আরও জানান, পুলিশ সঠিকভাবে তদন্ত না করেই "বি-সামারি" রিপোর্ট তৈরি করেছে, যেখানে তাঁর সাক্ষীদের বক্তব্য নেওয়া হয়নি। তনুশ্রীর এক সাক্ষী সম্প্রতি আদালতে জানিয়েছেন, তাকে ফোনে হুমকি দেওয়া হয়েছে।
আদালত সাক্ষীর এই গুরুত্বপূর্ণ বক্তব্য গ্রহণ করেছে এবং স্পষ্ট জানিয়েছে যে, পুলিশের "বি-সামারি" রিপোর্ট গ্রহণযোগ্য নয়। ফলে মামলাটি এখানেই শেষ হয়ে যায়নি, বরং নতুন করে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
মুম্বাই পুলিশ এখন নানা পাটেকরের বিরুদ্ধে নতুন চার্জশিট দাখিলের প্রক্রিয়া চালাচ্ছে, যা মামলাটিকে আবারও চর্চার কেন্দ্রে নিয়ে এসেছে।
এসকে//