ওডিআই ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন রোহিত শর্মা? এমন প্রশ্নে অনেকে ধারণা করেছিল, চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল খেলেই নিজের সিদ্ধান্ত জানাবেন রোহিত। অবসরের কোনো সিদ্ধান্ত তিনি জানাননি। বরং শিরোপা জেতার পর দৃঢ়ভাবে জানিয়ে দিয়েছেন, তিনি এই সংস্করণ থেকে অবসর নিচ্ছেন না।
দুবাইতে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির মুকুট মাথায় পরেছে ভারত।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে রোহিত বলেন, ‘আমি এই সংস্করণ থেকে অবসর নিচ্ছি না। এটা নিশ্চিত করতে চাই, সামনে যেন কোনো ধরনের গুজব না ছড়ানো হয়।‘
পরপর দুইটি আইসিসি শিরোপা জেতার পর রোহিতের ক্যারিয়ার কোথায় দাঁড়িয়ে? এমন প্রশ্নে তিনি বলেন, ‘কোনো ভবিষ্যৎ পরিকল্পনা ছিল না। যেটা ঘটবে, সেটা ঘটবেই।‘
গতবছর টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ের পর ওই সংস্করণ থেকে অবসরের ঘোষণা দেন রোহিত। এবারও গুঞ্জন উঠেছিল, ফাইনাল খেলেই ওডিআই এর জার্সি তুলে রাখতে পারেন তিনি।
ভারতীয় অধিনায়ক সংবাদ সম্মেলনে বলেন, ‘দেখা যাক, দলের জন্য এটা দারুণ এক অর্জন- পরপর দুইটি আইসিসি ট্রফি জয়, অপরাজিত থেকে দারুণ এক সাফল্য। আমি খুব কম দল দেখেছি, যারা অপরাজিত থেকে দুইটি টুর্নামেন্ট জিতেছে।‘
২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা ম্যাচ জয়ের পর ফাইনাল জয় করে ভারত।
এমএইচ//