বিনোদন

মোশাররফ করিমের ছাত্রীই এখন সঙ্গীত জগতের গায়িকা

বায়ান্ন বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

ছোটবেলা থেকেই গানের জগতে পা রাখা দিলশাদ নাহার কণা আজ বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী। মাত্র ৪ বছর বয়সে গানে প্রবেশ করে ‘বর্ষা’, ‘ধিমতানা’, ‘ইচ্ছেগুলো’সহ অনেক জনপ্রিয় গানের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তবে অনেকেই জানেন না,একসময় কণা জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের ছাত্রী ছিলেন।

কণার পারিবারিক নাম ‘কনা’, তবে শিশুদের কাছে তাকে ‘কনামনা’ নামে ডাকা হয়। ৫ বছর বয়সে গানের প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করার পর গানের বিচারকরা মন্তব্য করেছিলেন, “সে গানে ভালো করবে।” তার প্রথম অটোগ্রাফ নিতে গিয়ে কনাকে আফজাল হোসেনের কাছ থেকে অটোগ্রাফ নিতে অনেক কষ্ট হয়েছিল।

১৯৯৯ সালে কনার সংগীত ক্যারিয়ার শুরু হয় এবং তিনি তার ক্যারিয়ারে একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং তিনবার মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেছেন।

কনা গানের জগতে প্রথম পা রেখেছিলেন ‘আমরা সবাই রাজা’ গানটি শেখার মধ্য দিয়ে এবং তার কণ্ঠে গাওয়া প্রথম গান ছিল ‘গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ’। মোশাররফ করিম তখন তার কোচিং সেন্টারের শিক্ষক ছিলে। কণা বলেছেন,তিনি ইংরেজি শেখানোতে অনেক সাহায্য করেছেন।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন দিলশাদ নাহার কনা | সংগীতশিল্পী | প্রথম আলো