বসন্তের পরশে তাপমাত্রা আরও বাড়তে পারে, তবে আকাশের মেঘলা আবহে কয়েকটি অঞ্চলে বৃষ্টির আশঙ্কা। দেশের বিভিন্ন জায়গায় দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে, এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর ফলে, মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে, আংশিক মেঘলা আকাশ থাকলেও তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
বুধবার (১২ মার্চ ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি হতে পারে। একই সময়ে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে, বৃহস্পতিবার (১৩ মার্চ ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে কুমিল্লা অঞ্চলসহ রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে।
এসি//