গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেটে বিএইচআইএস কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৭টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। পরে সেনাবাহিনীর চেষ্টায় বেলা ১১টার দিকে মহাসড়ক ছাড়েন শ্রমিকরা।
শ্রমিকরা জানায়, তাদের দুই মাসের বেতন বকেয়া রয়েছে, যা পরিশোধের কথা থাকলেও এখনো দেয়া হয়নি। সোমবার (১০ মার্চ ) শ্রমিকরা কারখানার ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ করলেও মালিকপক্ষ বেতন পরিশোধ না করে নানা টালবাহানা করে।
মঙ্গলবার (১১ মার্চ) সকালে কাজে যোগ দিতে গিয়ে তারা দেখতে পান, কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দিয়েছে।
পরে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে তৈরি হয় তীব্র যানজট। পুলিশ তাদের রাস্তা থেকে সড়াতে চেষ্টা করে ব্যর্থ হলে সেনাবাহিনী তাদের বুঝিয়ে বেলা ১১টার দিকে তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়।
বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এমএ//