গাজায় যুদ্ধ শুরুর পর মার্কিন যুক্তরাষ্ট্রে মুসলিম ও আরবদের প্রতি বৈষম্য ও আক্রমণের ঘটনা বেড়েছে। মঙ্গলবার দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্সের (সিএআইআর) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সিএআইআর বলছে, ২০২৪ সালে মুসলিম ও আরবদের প্রতি বৈষম্য ও আক্রমণ সংক্রান্ত ৮ হাজার ৬৫৪ টি অভিযোগ তারা পেয়েছে। যা গত বছরগুলোর তুলনায় ৭ দশমিক চার শতাংশ বেশি। ১৯৯৬ সাল থেকে সংগঠনটি মুসলিম ও আরবদের প্রতি বৈষম্য ও আক্রমণের অভিযোগ নথিভুক্ত করা শুরু করার পর এটিই সর্বোচ্চ।
কর্মসংস্থান বৈষম্য সম্পর্কিত অভিযোগগুলি সবচেয়ে বেশি ছিল, যা মোট অভিযোগের ১৫.৪ শতাংশ। অভিবাসন এবং আশ্রয় সম্পর্কিত অভিযোগ ছিল ১৪.৮ শতাংশ, শিক্ষা সংক্রান্ত অভিযোগ ৯.৮ শতাংশ এবং ঘৃণামূলক অপরাধ সংক্রান্ত অভিযোগ ৭.৫ শতাংশ।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে অতর্কিত হামলা চালায় গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামলায় মারা যায় প্রায় ১২০০ ইসরাইলি নাগরিক। এই হামলার জেরে উপত্যকাটিতে পাল্টা হামলা শুরু করে ইসরাইলের সামরিক বাহিনী। ইসরাইলের হামলায় নিহত হয়েছেন প্রায় ৫০ হাজার ফিলিস্তিনি নাগরিক।
এনএস/