খেলাধুলা

ভারত কেনো পাকিস্তানে খেলতে যায় না? প্রশ্নে যা বললেন পান্ডিয়া

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ এর আয়োজক দেশ ছিল পাকিস্তান। তবে ভারতের আপত্তির কারণে দুবাইকে নিরপেক্ষ ভেন্যু করা হয়। ভারত তাদের প্রতিটি ম্যাচ দুবাইতে খেলেছে। পাকিস্তানের চাওয়া থাকলেও, ভারতীয় দল পাকিস্তানে যায়নি। যা নিয়ে টুর্নামেন্ট শুরুর আগে নানারকম সমালোচনা হয়েছে। শেষপর্যন্ত দুবাইতে ফাইনাল খেলে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে রোহিত শর্মার দল।

ভারত ট্রফি জেতার পর আইসিসি মিডিয়া জোনে হার্দিক পান্ডিয়াকে পাকিস্তানে ভ্রমণ না করা বিষয়ে একটি প্রশ্ন করেন এক সাংবাদিক। হার্দিকের দেওয়া প্রশ্নের উত্তর- যা কিছুটা মজার ছলে বাস্তবতাকে ইঙ্গিত করেছে- তা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পান্ডিয়া বলেন, ‘গ্রেট স্যার! তারাও (পাকিস্তান) আমাদের খেলার জন্য সেখানে বলেছে। কিন্তু এটা হয়নি। আমি নিশ্চিত, যে পাকিস্তান ফ্যানরা এখানে খেলা দেখতে এসেছে, তারা ম্যাচ উপভোগ করেছে। এখন কেনো আমরা সেখানে (পাকিস্তান) যাইনি, এটা আসলে আমার পে-গ্রেডের ওপরে। হ্যাঁ এটাই আমি কেবল বলতে পারি।‘

পান্ডিয়া এখানে পে-গ্রেডের ওপরে বা অ্যাবোভ মাই পে-গ্রেড বলতে বুঝিয়েছেন: এ পুরো বিষয়টি অনেক জটিল। এটা উপর মহলের বিষয়। এধরনের বিষয়ে সিদ্ধান্তগুলো আসে বড় জায়গা থেকে কর্তৃপক্ষ থেকে। 

এমএইচ// 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #চ্যাম্পিয়নস ট্রফি #পাকিস্তান #হার্দিক পান্ডিয়া #ভারত