বিনোদন

মাদক মামলা থেকে খালাস পেলেন মডেল পিয়াসা

বায়ান্ন বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় মঙ্গলবার (১১ মার্চ) ঢাকার ৪র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ তারেক এজাজের আদালত অভিযোগে মডেল ফারিয়া মাহবুব পিয়াসাকে নিয়ে প্রমাণিত না হওয়ায় খালাস দেন।আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক মো. আব্দুল লতিফ তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। 

পিয়াসা আদালতে উপস্থিত না থাকলেও তার অনুপস্থিতিতেই রায় ঘোষণা হয়।

২০২১ সালের ১ আগস্ট পিয়াসাকে তার বারিধারার বাসা থেকে পুলিশ গ্রেফতার করে।যেখানে ৭৮০ পিস ইয়াবা, ৮ বোতল বিদেশি মদ ও ৪ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। গুলশান থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ২০২৩ সালের জানুয়ারিতে পিয়াসার বিরুদ্ধে অভিযোগ গঠন হয় এবং ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। 

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন #মাদকদ্রব্য নিয়ন্ত্রণ #মডেল ফারিয়া মাহবুব পিয়াসা