পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে যাত্রীবাহী চলন্ত ট্রেনে হামলার পর নিরাপত্তাবাহিনীর সদস্যসহ বহু যাত্রীকে জিম্মি করা হয়েছে। এই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে দ্য বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)। সংবাদমাদধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বেলুচিস্তান লিবারেশন আর্মি জানায়, কোয়েটা থেকে রাওয়ালপিন্ডিগামী দ্য জাফর এক্সপ্রেস নামের ট্রেনটিতে তারা হামলা চালিয়েছে। পাশাপাশি ট্রেনটি জিম্মি করার আগে সিবি জেলায় থাকা রেললাইন বোমা মেরে উড়িয়ে দেয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বর্তমানে ট্রেনটি বেলুচ আর্মিদের নিয়ন্ত্রণে আছে।
পাকিস্তানের পুলিশ বলছে, হামলায় ট্রেন চালকসহ তিনজন আহত হয়েছেন। ট্রেনটি উদ্ধারে ঘটনাস্থলে নিরাপত্তাবাহিনী পাঠানো হয়েছে।
অন্যদিকে বেলুচিস্তান সরকারের এক মুখপাত্র সংবাদমাধ্যম ডনকে জানায়, ট্রেনের ভিতরে ব্যাপক গোলাগুলি হচ্ছে।
বেলুচিস্তান লিবারেশন আর্মি দাবি করেছে, নিরাপত্তাবাহিনীর সদস্যসহ অনেক যাত্রীকে জিম্মি করা হয়েছে। এসব জিম্মিদের উদ্ধারের চেষ্টা করলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন তারা। তবে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর কোন কর্মকর্তা জিম্মির বিষয়টি নিশ্চিত করেনি।
এদিকে এই হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নওয়াজ।
এনএস/