পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির 'কাভি মে কাভি তুম' ধারাবাহিকের মাধ্যমে জনপ্রিয় হয়েছেন। এবার পাঞ্জাবি সিনেমা 'সরদার জি-৩'-এ অভিনয় করছেন। সেখানে হানিয়ার বিপরীতে থাকবেন দিলজিৎ।এছাড়া পাঞ্জাবি সুপারস্টার নিরু বাজওয়াকেও সিনেমাটিতে অভিনয় করতে দেখা যাবে।
সিনেমার শুটিংয়ের ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যদিও মুক্তির তারিখ ও গল্প নিয়ে ধোঁয়াশা থাকলেও, দিলজিৎ জানিয়ে দিয়েছেন সিনেমাটি জুনে মুক্তি পাবে।
কিছু মাস আগে লন্ডনে দিলজিতের শোতে হানিয়া উপস্থিত হনব এবং সেখানে তাকে স্টেজে ডেকে নেন দিলজিৎ।
এসকে//