চোটের কারণে লম্বা সময় ছিলেন ফুটবলের বাইরে। এরপর মাঠে ফিরেছেন, সান্তোসের হয়ে খেলেছেন ৭ ম্যাচ। যেখানে ৩ গোল ও ৩ অ্যাসিস্ট করেছেন তিনি। এরপর আবারও চোটের কবলে পড়েন তিনি। ফলে পলিস্তার সেমিফাইনালে চোটের কারণে একাদশে ছিলেন না। সেই ম্যাচে করিন্থিয়ানসের বিপক্ষে ২-১ গোলে পরাজিত হয়ে বিদায় নিয়েছে নেইমারের সান্তোস।
এরমধ্যে চোটের শঙ্কা নিয়ে রোববার (২ মার্চ) কার্নিভ্যাল প্যারেডে যোগ দিয়েছিলেন নেইমার। যা নিয়ে হচ্ছে অনেক সমালোচনা।
সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক সমালোচনা হচ্ছে, যেখানে জনপ্রিয় লেখক কাসাগ্রান্দে জুনিয়র সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘সে সেমিফাইনালের বদলে কার্নিভ্যালকে বেছে নিয়েছে। তার গত পাঁচ বছরের আচরণ আবারও ফিরেছে।‘
এক সাংবাদিক লিখেছেন, ‘এটা সমর্থন করার মতো বিষয় নয়। সে ফুটবলকে গুরুত্ব দিচ্ছে না। এমনকি চোটও তার কার্নিভ্যালে যাওয়া ঠেকাতে পারেনি।‘
সান্তোস এদিকে নেইমারের একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে সেমিফাইনালের আগে অশ্রুসিক্ত নেইমার সতীর্থদের বলছেন, ‘এ ধরনের মুহূর্ত খুব কঠিন। আমি সবদিক থেকে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি। যদি সম্ভব হয়, আপনারা আমার পাশে থাকবেন। আপনারা জানেন না, মনের দিক থেকে মাঠে নামতে কতটা উন্মুখ হয়ে আছি।‘
নেইমার তার ইন্সটাগ্রামে লিখেছন, আমি যেকোনো মূল্যে মাঠে থাকতে চাই এবং দলকে সহায়তা করতে চাই।
এমএইচ//