সম্প্রতি একটি পডকাস্টে পাকিস্তানি অভিনেত্রী হীরা সুমরোর একটি মন্তব্যে পাকিস্তানি সমাজে বিতর্কের সৃষ্টি হয়েছে। হীরা বলেন, হারাম সম্পর্কে জড়ানোর চেয়ে একজন পুরুষের জন্য চারটি বিয়ে করা ভালো। কেউ কেউ তার এই বক্তব্যকে সমর্থন করছেন, আবার অনেকেই এর কড়া সমালোচনা করছেন।
হীরা সুমরো বলেন, ইসলামে পুরুষদের একাধিক বিয়ের অনুমতি দেয়া হয়েছে। সঠিক শর্ত পূরণ করলে এ নিয়ে নারীদের সমস্যা হওয়া উচিত নয়।
পাকিস্তানি এই অভিনেত্রী আরও জানান, যদি একজন পুরুষের শারীরিক ও আর্থিক সামর্থ্য পরিপূর্ণ থাকে। সব স্ত্রীর অধিকার নিশ্চিত করতে পারেন, তাহলে তার চারটি বিয়ে করার ক্ষেত্রে কোনো বাধা থাকা উচিত নয়।
হীরা আরও বলেন, পুরুষরা যদি নিজেদের নিয়ন্ত্রণে রাখতে না পারে এবং অন্যায় সম্পর্কে জড়ানোর ইচ্ছা করে, তবে বিয়ে করাই উত্তম। এতে সমাজে বিশৃঙ্খলা কমবে এবং সব পক্ষের অধিকার নিশ্চিত হবে।
তার বক্তব্যে আরও উঠে আসে যে, তিনি স্বামীর দ্বিতীয় বিয়ে নিয়ে কোনো আপত্তি রাখবেন না। তিনি মনে করেন, এখনকার যুগে মেয়েরা স্বাধীন হতে চায় এবং নিজেরাই উপার্জন করতে চায়। তবে তাদের স্বামীদেরও স্বাধীনতা দেয়া উচিত।
হীরার বলেন, কারও মনে অন্য কারও প্রতি অনুভূতি থাকলে তা পাপ নয়; বরং অনৈতিক কাজ করলেই তা পাপ হিসেবে গণ্য হবে।
হীরা সুমরোর এ মন্তব্য পাকিস্তানি সমাজে বিতর্ক সৃষ্টি করেছে। কেউ কেউ তার এ মতকে সমর্থন করছেন, আবার অনেকেই এর কড়া সমালোচনা করছেন।
জেডএস/