খেলাধুলা

এপ্রিলে শ্রীলঙ্কা সফর করবে বাংলাদেশ যুবা দল

স্পোর্টস ডেস্ক

ছবি: এসিসি

আগামী এপ্রিল মাসে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল শ্রীলঙ্কা সফরে যাচ্ছে। সেখানে শ্রীলঙ্কা যুব দলের বিপক্ষে ৬ ম্যাচের ওয়ানডে খেলবে তারা। এখন ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) নিয়েই ব্যস্ত জাতীয় দল ও যুবা দলের একাধিক ক্রিকেটার।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, যুব দল ও লঙ্কানদের ওয়ার্ম আপ ম্যাচ দিয়ে ২৪ এপ্রিল শুরু হবে এই সফরটি। তারপর ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে।

সিরিজের বাকি ৪ ম্যাচ ২৮ এপ্রিল, ১, ৩, ৬ ও ৮ মে অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচ শ্রীলঙ্কার হাম্বানটোটায় হবে। আজিজুল হাকিম ও তার দল ভালোভাবেই নিজেদের প্রস্তুতি সারতে চাইবে।

 

আগামী বছর জিম্বাবুয়ে ও নামিবিয়াতে হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পরবর্তী আসর। 

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল | শ্রীলঙ্কা | অনূর্ধ্ব-১৯ দল | ওয়ানডে সফর