টেস্ট ক্রিকেটের ১৫০তম বার্ষিকীতে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড টেস্ট খেলবে। যা ২০২৭ সালে অনুষ্ঠিত হবে। অবশ্য এই খবর আরও আগেই জানা গেছে। এবার জানা গেল, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ম্যাচটি অনুষ্ঠিত হবে গোলাপি বলে দিবারাত্রির।
মঙ্গলবার (১১ মার্চ) ক্রিকেট অস্ট্রেলিয়া গোলাপি বলে টেস্ট হওয়ার এই খবর প্রকাশ করেছে।
ইতিহাসের প্রথম টেস্ট ১৮৭৭ সালের ১৫ মার্চ এমসিজিতে অনুষ্ঠিত হয়। আগামী ২০২৭ সালের ১১ মার্চ সেই ম্যাচের ১৫০তম বার্ষিকী হতে যাচ্ছে। এই ম্যাচ যদি ৫ দিনের হয়, তবে ১৫ মার্চ শেষ হবে। এমসিজিতে এর আগে পুরুষদের ক্রিকেটে দিবারাত্রির টেস্ট হয়নি। তবে মেয়েদের অ্যাশেজের একটি টেস্ট চলতি বছর এমসিজিতে আয়োজন করা হয়।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ এক বিবৃতি দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, ‘এমসিজিতে ১৫০তম বার্ষিকীর টেস্ট ম্যাচটি ক্রিকেটের অন্যতম বড় ইভেন্টে পরিণত হতে যাচ্ছে। ফ্লাডলাইটের নিচে খেলা আমাদের খেলাটির সমৃদ্ধ ঐতিহ্য এবং টেস্ট ক্রিকেটের আধুনিক রূপের এক অনন্য উদযাপন হবে। এই অসাধারণ উপলক্ষে, খেলা দেখতে দর্শকদের উপস্থিতি আরও বাড়ানোর সম্ভাবনা নিশ্চিত করেছে এই সিদ্ধান্ত।‘
ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচটিতে ইংল্যান্ডের বিপক্ষে ৪৫ রানে জয়ী হয়েছিল অস্ট্রেলিয়া।
এমএইচ//