আমির খান এবং রণবীর কাপূরের সম্পর্ক নিয়ে নতুন একটি তথ্য ফাঁস করেছেন আলিয়া।
কিছুদিন আগে, রণবীরকে আমির খানের ‘পিকে’ ছবির ক্যামিয়ো চরিত্রে দেখা গিয়েছিল। এবার দুই তারকাকে যাবে একসাথে। তাও একে অপরের বিরুদ্ধে দাঁড়ানোর ঘোষণা এলো।
মঙ্গলবার (১১ মার্চ) আলিয়া ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। যেখানে তিনি একটি পোস্টার হাতে দেখিয়ে বলেন, আমি বহুদিন ধরে আমার দুই পছন্দের অভিনেতাকে একসাথে দেখার জন্য অপেক্ষা করছিলাম। তবে এইবার তাদের দেখতে পাবো একে অপরের বিরুদ্ধে। পোস্টারে লেখা ছিল “একে ভার্সেস আরকে” এবং “বছরের সবচেয়ে বড় শত্রুতা”। ভিডিওতে জানা যায়, ‘দঙ্গল’ খ্যাত নিতেশ তিওয়ারি ছবিটির পরিচালক হবেন।
তবে আলিয়া নতুন প্রকল্প সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি। তবে খবর অনুসারে, এটি একটি বিজ্ঞাপন ছবির অংশ হতে পারে।যেখানে আমির খান এবং রণবীর কাপূর একসাথে কাজ করবেন।
এখন আমির খান ‘সিতারে জমিন পর’ ছবিটির মুক্তির প্রস্তুতিতে ব্যস্ত। অন্যদিকে রণবীর কাপূর সঞ্জয় লীলা ভন্সালী পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির জন্য প্রস্তুতি নিচ্ছেন।
এসকে//