রাজধানীর উত্তরখানে হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ সাইফুর রহমান ভূঁইয়াকে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় ফরিদপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো মো. নাজিম হোসেন ও রূপা বেগম।
বুধবার (১২ মার্চ) ডিএমপি মিডিয়া সেন্টারে এসব তথ্য জানায় উত্তরা বিভাগের উপ কমিশনার মুহিদুর রহমান।
মুহিদুর রহমান জানায়, নাজিম-রুপা দম্পতি স্বীকারোক্তি দিয়েছে, ঘটনার ২/৩ দিন পূর্বে কমলাপুর রেলস্টেশনে ভিকটিম মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়ার সাথে গ্রেফতাকৃত মো: নাজিম হোসেন ও রুপা বেগম ওরফে জান্নাতির পরিচয় হয়। এক পর্যায়ে তাদের নিজের বাসায় নিয়ে আসে সাইফুর রহমান।
মুহিদুর রহমান আরও বলেন, নিজের ফ্লাটে আটক রেখে বিভিন্ন সময় রুপাকে শারীরিক, মানসিক ও যৌন নির্যাতন শুরু করে সাইফুর রহমান। এছাড়া এই দম্পতিকে হত্যার হুমকি দিয়ে আসছিলেন তিনি।
উপ কমিশনার জানায়, একসময় নির্যাতন থেকে মুক্তি পাওয়ার জন্য অতিরিক্ত রাগ ও ক্ষোভ থেকে সোমবার (১০ মার্চ) রাতে ধারালো বটি দিয়ে মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়াকে উপযুর্পরী আঘাত করে পালিয়ে যায় তারা।
স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য তাদেরকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মুহিদুর রহমান।
এমএ//