দেশজুড়ে

আজও রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থীরা

আজও  রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থীরা
আনুষ্ঠানিকভাবে আনসার ও ভিডিপিকে রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব দেয়ার পরেও। এখনও মূলত রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবকরা। বুধবার (৭ আগস্ট) সকাল থেকে রাজধানীর উত্তরা, খিলক্ষেত, বনানী, বিজয় সরনি, ধানমন্ডি এবং সায়েন্সল্যাব এলাকা ঘুরে এমন চিত্রই দেখা গেছে। জানা যায়, উত্তরা এলাকায় নওয়াব হাবিবুল্লাহ বাহার কলেজের শিক্ষার্থীরা সড়কে নিয়ন্ত্রণে কাজ করছেন। তারা যাত্রীবাহী বাস, ব্যক্তিগত গাড়ি এবং মোটরসাইকেলের জন্য আলাদা লেন নিশ্চিত করছেন। একইসঙ্গে কেউ যেন হেলমেট ছাড়া মোটরসাইকেল চালাতে না পারেন সেদিকেও রাখছেন কড়া নজর রাখছেন তারা। এছাড়া মোহাম্মাদপুর , আসাদ গেট, ফার্মগেট এলাকায় এ ঐসব এলাকার বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণ করতে দেখা যায়। এসময়ে আনসার সদস্যরাও তাদের সাথে ছিলেন। সাব্বির রহমান নামের এক শিক্ষার্থী বলেন, দেশ গড়ার দায়িত্ব শিক্ষার্থীদের। সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনের মাধ্যমে তাদের যৌক্তিক দাবি আদায় করেছে। অনেক চড়াই-উৎরাই পার করতে হয়েছে। এখন তারাই দেশকে সাজাবেন। সড়কে এতদিন নানান অসংগতি থাকলেও এখন আর সেগুলো করতে দেওয়া হবে না। তরুণদের মধ্যে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তারা যেকোনো ধরনের বৈষম্য এবং দুর্নীতি রুখে দিতে বদ্ধপরিকর। ইয়াসমিন জাহান নামের আরেক শিক্ষার্থী বলেন, গতকাল সারাদিন তারা একাই সড়ক নিয়ন্ত্রণ করেছেন। তবে আজ  আনসার রয়েছেন। তারাও শিক্ষার্থীদের সহযোগিতা করছেন।তারা চান একটি সুন্দর বাংলাদেশ। সবাই মিলেই সেটি গড়তে হবে। প্রসঙ্গত, ছাত্র-জনতার বিক্ষোভের মুখে সরকার পতনের পর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এই পরিস্থিতিতে অনেক থানা থেকে পুলিশ সদস্যরা চলে গেছেন। রাস্তায়ও ট্রাফিক পুলিশের সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে না। আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন আজও | | রাস্তায় | ট্রাফিক | নিয়ন্ত্রণ | করছেন | শিক্ষার্থীরা