বিনোদন

অমিতাভের নায়িকার মৃত্যুর রহস্যে নতুন মোড়

বায়ান্ন বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

বলিউডের কিংবদন্তি অমিতাভ বচ্চনের ‘সূর্যবংশম’ ছবির নায়িকা দক্ষিণী অভিনেত্রী সৌন্দর্য ৩২ বছর বয়সে দুঃখজনকভাবে মৃত্যুবরণ করেন। প্রথমে তার মৃত্যুর জন্য ২০০৪ সালের ১৭ এপ্রিল বিমান দুর্ঘটনার জন্য দায়ী বলা হলেও পরে নতুন এক অভিযোগের মাধ্যমে এই রহস্যে নতুন মোড় এসেছে। সৌন্দর্যর মৃত্যু এখন খুনের অভিযোগের সম্মুখীন হয়েছে। 

সম্প্রতি খাম্মাম জেলার এডুরুগাটলা চিট্টিমাল্লু নামের এক ব্যক্তি স্থানীয় থানায় অভিনেতা মোহন বাবুর বিরুদ্ধে সৌন্দর্যকে হত্যার অভিযোগ দায়ের করেছেন। তার দাবি সৌন্দর্য এবং তার ভাইয়ের সাথে মোহন বাবুর সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। মোহন বাবু শামশাবাদের জলপল্লী গ্রামে সৌন্দর্য ও তার ভাইয়ের ছয় একরের জমি কিনতে চেয়েছিলেন।কিন্তু সৌন্দর্য ওই জমি বিক্রি করতে রাজি ছিলেন না। এই বিরোধের পরেই মৃত্যু ঘটেছিল এবং পরে জানা যায়, সৌন্দর্যর মৃত্যুর পর ওই জমিটি অবৈধভাবে দখল করেন অভিনেতা মোহন বাবু।

অভিযোগকারী শুধু অভিযোগ করেননি, তিনি খাম্মাম এসিপি এবং জেলা কর্মকর্তার কাছে অনুরোধ করেছেন। যাতে ওই জমিটি সরকার অধিগ্রহণ করে জনকল্যাণমূলক কাজে ব্যবহার করার জন্য। পাশাপাশি মোহন বাবুর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করায় তার প্রাণের জন্য বিপদ হতে পারে বলে তিনি প্রশাসনের কাছে বাড়তি নিরাপত্তার অনুরোধ করেছেন।

দুই দশকেরও বেশি সময় পর সৌন্দর্যর মৃত্যুর পেছনে নতুন একটি রহস্য উন্মোচিত হয়েছে যার মধ্যে সম্পত্তি বিরোধের অভিযোগও উঠে এসেছে।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন বলিউডের কিংবদন্তি | অমিতাভ বচ্চনে | ‘সূর্যবংশম’