বিনোদন

মা হারিয়েও হাসতে হয়েছিল, ভেতরের কান্না নিয়ে মুখ খুললেন জাহ্নবী

বিনোদন ডেস্ক

বলিউডের কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী। যিনি এক নামে ছিলেন পরিচিত। যার চোখের ভাষা আর অভিনয়ের গভীরতা মুগ্ধ করেছিল গোটা ভারতবর্ষকে। সেই মহাতারকার মেয়ে জাহ্নবী কাপুর এখন বলিউডে নিজের অবস্থান গড়ার লড়াইয়ে।  তবে তার এই যাত্রা ছিল না মোটেও মসৃণ।

২০১৮ সালের ফেব্রুয়ারিতে মাকে হারানোর কয়েক মাসের মধ্যেই মুক্তি পায় জাহ্নবীর অভিষেক ছবি ‘ধড়ক’। সদ্য মা হারানোর কষ্ট বুকে নিয়েই পা রাখেন রঙিন এই দুনিয়ায়। সম্প্রতি ‘ভোগ’ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের সেই দুঃসহ সময়ের স্মৃতি তুলে ধরেছেন জাহ্নবী কাপুর।

তিনি বলেন, মা চলে যাওয়ার পরও আমাদের আমি আর আমার বোন খুশিকে সবসময় ভেঙে না পড়ে শক্ত থাকতে হয়েছে। কখনো কাউকে বুঝতে দিইনি ভেতরে কতটা কষ্টে ছিলাম। কিন্তু মানুষ সেটাকেও ভুলভাবে নিয়েছে। আমাদের আবেগহীন ভেবে কেউ কেউ এমন আচরণ করেছে যেন আমরা মানুষই নই! তাদের ব্যক্তিগত ক্ষতি অনেকেই উপেক্ষা করেছেন। সহানুভূতির বদলে পেয়েছেন নিষ্ঠুর মন্তব্য ও আচরণ। তিনি জানান, “মাকে হারানো শুধু কষ্টের শুরু।  তার পরের সময়টায় যা সহ্য করেছি, তাই আমাকে মানুষ নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য করেছে।

তিনি আরও বলেন, মিডিয়া ও সোশ্যাল মিডিয়ার নজর তখন ছিল অসম্ভব চাপ সৃষ্টিকারী। পাপারাজ্জিরা আমাদের এক মুহূর্তের জন্যও চোখের আড়াল করেনি। কোনও অনুষ্ঠানে গেলে যদি একটু হাসতাম, বলা হতো, ‘দেখো, এত তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে গেছে।’ আর চুপ থাকলে শুনতে হতো, ‘এ তো একেবারে রোবট, কোনও আবেগ নেই।’”

জাহ্নবী জানান, সেই সময়ে তাকে নিয়ে নানা ধরনের মিমও তৈরি হয়েছিল যা তার কাছে ছিল অবিশ্বাস্য। ভাবাই যায় না একজন সন্তান তার মা-কে হারিয়েছে, আর সেটাকে নিয়ে দেশজুড়ে বিনোদন চলছে। 

সব কষ্ট, শোক আর সমালোচনা পেছনে ফেলে জাহ্নবী এখন অভিনয়ে নিজের অবস্থান শক্ত করতে মনোযোগী। বর্তমানে তিনি কাজ করছেন ‘পরম সুন্দরী’ ছবিতে, যেখানে তার সহশিল্পী হিসেবে রয়েছেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা।

সূত্র: এনডিটিভি

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন #শ্রীদেবী #জাহ্নবী কাপুর