সরাসরি ওয়ানডে বিশ্বকাপ খেলার সুযোগ হারিয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দলের। বাছাইপর্বে শীর্ষ দুইয়ে থাকতে হবে আসরের মূল পর্বে অংশগ্রহণের জন্য। আসছে এপ্রিলে পাকিস্তানে অনুষ্ঠিত হবে নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্ব।
এই আসরের জন্য নারী জাতীয় দলের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে দলটি আসছে ৫-১৯ এপ্রিল লাহোরে বাছাইপর্ব খেলবে। ৩ এপ্রিল পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়বেন নারী ক্রিকেট দল।
জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয় করলে সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে পারত বাংলাদেশ। কিন্তু ২-১ ব্যবধানে সিরিজ হারায় বাছাইপর্ব খেলতে হচ্ছে টাইগ্রেসদের।
বাছাইপর্বে মোট ৬টি দল অংশ নেবে। বাংলাদেশ এবং আয়োজক পাকিস্তান ছাড়া বাকি চারটি দল হলো ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং থাইল্যান্ড। বাছাইপর্বের শীর্ষ দুই দলসহ মোট ৮টি দল ভারতে অনুষ্ঠিত ১৩তম নারী ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নেবে।
বাংলাদেশ দলে রয়েছেন- নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ইশমা তানজিম, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, জান্নাতুল ফেরদৌস সুমনা, রাবেয়া খান, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, ফারজানা হক, সানজিদা আখতার মেঘলা, মারুফা আক্তার ও রিতু মনি।
এমএ//